BY: Aajtak Bangla 

বারবার বিয়ে-প্রেম ভাঙছে? এই ফুল এনে দেবে শুভ খবর!

30 AUGUST 2022

হুট করে আপনি এ ফুলকে গোলাপ ভেবে বসতে পারেন। 

প্রথম দেখাতেই হয়তো এই ফুলের প্রেমে পড়ে যাবেন আপনি। আর তাইতো একে বলা হয় প্রেম বা রোমান্সের প্রতীক। 

চিনে ফুলের রানি হিসেবে পরিচিত পিওনি। প্রাকৃতিকভাবে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে এই গাছ জন্মে।

পিওনিকে ঘিরে কিছু ধারণাও প্রচলিত রয়েছে।  আপনি যদি এটি বাগানে লাগান, তবে  প্রবেশদ্বারের ডানদিকে রাখা শুভ বলে মনে করা হয়। 

আপনি যদি সুখী বিবাহিত জীবন পেতে চান বা সুখী দাম্পত্য জীবন বজায় রাখতে চান তবে বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে একটি পেওনিয়া গাছ লাগান।

এতে করে ঘরে সুখ আসবে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মাধুর্য বজায় থাকবে। 

বাস্তু বিশেষজ্ঞদের মতে, যদি কোনও ব্যক্তির বিবাহে দেরি হয় বা তিনি বিয়ে সংক্রান্ত কোনও ধরণের বাধার সম্মুখীন হন, তবে পিওনি ফুল তার জন্য শুভ প্রমাণিত হতে পারে।

বাস্তু মতে এই ফুল বা এর পেইন্টিং ড্রয়িং রুমে লাগানো যেতে পারে। বিয়ের পর এই ফুল বা পেইন্টিং কাউকে উপহার হিসেবে দিন।

এই ফুল ঘরে লাগালে ঘরের বাস্তু দোষ দূর হয়।  এই গাছটি বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে লাগালে পরিবারের সদস্যদের মধ্যে মধুরতা আসে। ।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Peony Flower Vastu Benefits: বাস্তুশাস্ত্রে গাছ-গাছালির পাশাপাশি কিছু ফুলের কথাও বলা হয়েছে, যা ঘরে লাগালে সুখ-সমৃদ্ধির পাশাপাশি মানুষ আরও অনেক সমস্যা থেকে মুক্তি পায়। আজ আমরা এমনই একটি ফুলের কথা জানবো। বাস্তুতে পিওনি ফুলের কথা বলা হয়েছে। একে ফুলের রানিও বলা হয়। এটি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয়।