ফোনে এই চিহ্ন দেখছেন? হ্যাকারের নিয়ন্ত্রণে নেই তো!
31 DECEMBER 2022
আপনার ফোন হ্যাকারদের নিয়ন্ত্রণে নয়তো?
যদি স্মার্টফোনের পারফরমেন্স বারবার সমস্যা তৈরি করে, তাহলে বুঝে নিন আপনার ফোনে ম্যালওয়্যার থাকতে পারে।
দ্রুত ব্যাটারি ড্রেন হলে বুঝতে হবে, আপনার ফোনে সন্দেহজনক কিছু আছে।
অতিরিক্ত ডেটা খরচও এর লক্ষণ। যদি ফোনে স্পাইওয়্যার থাকে, তাহলে ডেটার স্বাভাবিকের চেয়ে অনেক তাড়াতাড়ি শেষ হবে।
ফোন হঠাৎ গরম হওয়া বা ফোন বারবার গরম হওয়াও হ্যান্ডসেটে কিছু ভুল হওয়ার লক্ষণ।য়ন্ত্রণে থাকবে।
যদি ফোনে কথা বলার সময় কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পান তবে এটি কল রেকর্ডিংয়ের লক্ষণ হতে পারে।
হঠাৎ করে ফোন চালু বা বন্ধ করাও হ্যাকিং/স্পাইওয়্যারের লক্ষণ।
এমন একটি অ্যাপ আছে যা এখনও ডাউনলোড করেননি? যদি দেখেন তাহলে বুঝবেন হ্যাকিং এর শিকার হয়েছেন।
তাই সময় থাকতে সজাগ হোন।
এরকম আরও স্টোরি চাই?
এরকম আরও স্টোরি চাই?
Read More
Phone spying check: আপনার ফোন হ্যাকারদের নিয়ন্ত্রণে নয়তো? যদি স্মার্টফোনের পারফরমেন্স বারবার সমস্যা তৈরি করে, তাহলে বুঝে নিন আপনার ফোনে ম্যালওয়্যার থাকতে পারে। দ্রুত ব্যাটারি ড্রেন হলে বুঝতে হবে, আপনার ফোনে সন্দেহজনক কিছু আছে।