BY: Aajtak Bangla 



কেন ভাঙল রাজ-পরীর সংসার?

3 JANUARY 2023



পরীমণির ফেসবুক প্রোফাইলে এখন আর লেখা নেই ‘ম্যারিড উইথ শরীফুল রাজ’। 



 বৃহস্পতিবার নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে। 



একই অবস্থা শরীফুল রাজের বেলাতেও। 

কয়েক দিন আগেও দুজনকে  বিনোদন অঙ্গনের ‘আদর্শ স্বামী-স্ত্রী’র তকমা দেওয়া হত। 

পরীমণি ২০২২ সালের শেষ দিনে এসে সংসার ভাঙনের ইঙ্গিত দেন।

৩১ ডিসেম্বর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাস দেন।

অভিনেত্রী লেখেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। 

 ১ জানুয়ারি বছরের প্রথম দিনই ফেসবুকে রক্তাক্ত বিছানার ছবি পোস্ট করেন পরী।

যা নিয়ে হইচই পড়ে যায় বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে। 

Diabetes

রাজ বলছেন, ‘আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না।'

তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ।

পরীমণি ও  রাজ দুজনের ঘনিষ্ঠরাই বলছেন, তাদের সম্পর্কে চিড় ধরেছে কয়েক মাস আগে। 

সন্তান পৃথিবীতে আসার পরও কয়েক মাস ভালো ছিলেন। 

সন্তান পৃথিবীতে আসার পরও কয়েক মাস ভালো ছিলেন। 

এরপর টুকটাক কথা-কাটাকাটি হতো। তারপর সম্পর্কের অবনতি ঘটতে থাকে। 

পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাওয়ার কারণে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। 

দুজনের প্রতি অবিশ্বাসও তৈরি হয়। সন্দেহ করা শুরু করেন একে অপরকে। 

তারপরও বারবার চেষ্টা চলে সম্পর্ক চালিয়ে নেওয়ার। 

কিন্তু একেবারেই যখন সম্ভব হচ্ছিল না, তারা সিদ্ধান্ত নেন, এই ধরনের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেয়ে আলাদা থাকা ভালো।

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
পরীমণির ফেসবুক প্রোফাইলে এখন আর লেখা নেই ‘ম্যারিড উইথ শরীফুল রাজ’। একই অবস্থা শরীফুল রাজের বেলাতেও। কয়েক দিন আগেও দুজনকে বিনোদন অঙ্গনের ‘আদর্শ স্বামী-স্ত্রী’র তকমা দেওয়া হত। পরীমণি ২০২২ সালের শেষ দিনে এসে সংসার ভাঙনের ইঙ্গিত দেন। ৩১ ডিসেম্বর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাস দেন। অভিনেত্রী লেখেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। ১ জানুয়ারি বছরের প্রথম দিনই ফেসবুকে রক্তাক্ত বিছানার ছবি পোস্ট করেন পরী। যা নিয়ে হইচই পড়ে যায় বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে। রাজ বলছেন, ‘আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না।' তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ।