BY: Aajtak Bangla 

বিয়ের আগে যে মেডিক্যাল টেস্টগুলি জরুরি

28 NOVEMBER 2022

শুরু হয়েছে বিয়ের মরশুম। সামনেই হয়তো ছাদনাতলায় বসবেন অনেকেই। 


ভারতীয় পরিবারে বিয়ের প্রথাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। 

সবাই চায় তাদের দাম্পত্য জীবন খুব সুখে কাটুক। 

আপনিও যদি বিয়ের প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই  মেডিক্যাল টেস্ট করান। 

এতে বিয়ের পর যেকোনো ধরনের চিকিৎসা সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যাবে।

আপনি আপনার সন্তানদেরও জেনেটিক রোগ থেকে রক্ষা করতে পারবেন।

ফার্টিলিটি টেস্ট করে জানা যায়  দম্পতির মধ্যে যে কোনও একজন  ভবিষ্যতে সন্তান ধারণ করতে  সমস্যায় পড়বেন কিনা।

বর্তমান যুগে ডায়াবেটিস বা হৃদরোগ খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তাই দম্পতির একে অপরের পারিবারিক চিকিৎসা ইতিহাস জানা দরকার।

বিয়ের আগে দম্পতিদের অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে হবে কারণ এটি শিশুদের জন্মগত ত্রুটি সৃষ্টি করে। 

বিয়ের আগে দম্পতির মানসিক স্বাস্থ্যের অবস্থা দেখে নিতে হবে এতে  দাম্পত্য জীবনে সমস্যার সম্ভাবনা কমবে।

যে কোনও ব্যক্তির অবশ্যই বিয়ের আগে এইচআইভি এবং এসটিডি পরীক্ষা করাতে হবে। 

লবঙ্গ খাওয়া শরীরে উপস্থিত টক্সিন দূর করে, তাই এটি লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।


এটি নিরাপদ যৌনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আপনি যদি বিয়ের জন্য প্রস্তুতি নেন, তাহলে অবশ্যই সেরোলজি স্ক্রিনিং করান। 



রক্তের গ্রুপ পরীক্ষা, জিনোটাইপ পরীক্ষা এবং পেলভিক আল্ট্রাসাউন্ড পরীক্ষা করতে হবে। 



পেলভিক আল্ট্রাসাউন্ড পরীক্ষা হল একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যা জরায়ু, সার্ভিক্স, ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউবের অবস্থা দেখায়।



এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Pre Marriage Medical Test: শুরু হয়েছে বিয়ের মরশুম। সামনেই হয়তো ছাদনাতলায় বসবেন অনেকেই। ভারতীয় পরিবারে বিয়ের প্রথাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সবাই চায় তাদের দাম্পত্য জীবন খুব সুখে কাটুক। আপনিও যদি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে অবশ্যই এখানে উল্লেখিত মেডিক্যাল টেস্ট করান। এতে বিয়ের পর যেকোনো ধরনের চিকিৎসা সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনি আপনার সন্তানদেরও জেনেটিক রোগ থেকে রক্ষা করতে পারবেন।