BY: Aajtak Bangla  2 November  2022 BY: Aajtak Bangla 

ময়শ্চারাইজার ছাড়াই শীতে এভাবে মিলবে উজ্জ্বল ত্বক

শীতে ত্বকের ধরন পরিবর্তন হয়। অনেক বেশি শুষ্ক হয়ে পড়ে।

অজস্র পুষ্টিগুণে ভরপুর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।

এই সময়ে ত্বকের যত্ন না নিলে প্রাণহীন দেখায়। 


কিন্তু অনেক সময় এগুলি মাখলেও তেমন ফল পাওয়া যায় না। তাই ঘরোয়া উপায়েই ত্বক ভাল রাখতে পারেন।

কলা চটকে ২ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। 

কলা এবং মধু উভয়েরই ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। তবে অ্য়ালার্জি থাকলে কলা ব্য়বহার করবেন না।

নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগালে ত্বক খুব ভাল থাকবে। 

তবে অ্য়ালার্জি থাকলে নারকেল তেল না লাগানোই ভাল।


পাকা কলা চটকে তাতে কয়েক চামচ ফ্রেশ ক্রিম ভাল করে মেশান, ফ্রেশ ক্রিমের পরিবর্তে দুধের সরও লাগাতে পারেন।


অ্যালোভেরা জেলের সঙ্গে সম পরিমাণ মধু এবং আমন্ড অয়েল লাগান। ত্বকে পুষ্টি যোগাবে এবং ময়েশ্চারাইজ করবে।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Pre Winter Skincare Tips: শীতে ত্বকের ধরন পরিবর্তন হয়। অনেক বেশি শুষ্ক হয়ে পড়ে। এই সময়ে ত্বকের যত্ন না নিলে প্রাণহীন দেখায়। কিন্তু অনেক সময় এগুলি মাখলেও তেমন ফল পাওয়া যায় না। তাই ঘরোয়া উপায়েই ত্বক ভাল রাখতে পারেন।