নজরকাড়া ফিচারে Redmi Note 11 Series! 

BY: Aajtak Bangla 

3 NOVEMBER 2021

Redmi Note 10-এর সাফল্যের পর এবার Redmi Note 11 Series এনেছে শাওমি।

ইতিমধ্যে রেডমি নোট ১১ সিরিজের তিনটি ফোন  Redmi Note 11, Note 11 Pro এবং Note 11 Pro+ লঞ্চ করা হয়েছে  চিনে।

Xiaomi এর দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার Redmi Note 11 সিরিজের সেল শুরু করার ১ ঘন্টার মধ্যে কোম্পানি ৫ লক্ষের  বেশি ইউনিট বিক্রি করেছে। 

Redmi Note 11 সিরিজের প্রারম্ভিক মূল্য CNY 1,199 (প্রায় ১৪ হাজার  টাকা) রাখা হয়েছে। 

Redmi Note 11-এ 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর, 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে।

Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ স্পেসিফিকেশন প্রায় একই। 

ফোন  দুটিতেই রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 920 প্রসেসর, 108MP ক্যামেরা রয়েছে।

 শোনা যাচ্ছে রেডমি নোট ১১ সিরিজের দুটো ফোন, যথাক্রমে- রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।

নতুন নামে এই দুই ফোন লঞ্চ হতে পারে ভারতে। শোনা গিয়েছে রেডমি নোট ১১ প্রো ফোনের নাম হতে পারে শাওমি ১১আই। আর রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের নাম হতে পারে শাওমি ১১আই হাইপার চার্জার।

Redmi Note 10-এর সাফল্যের পর এবার Redmi Note 11 Series এনেছে শাওমি। ইতিমধ্যে রেডমি নোট ১১ সিরিজের তিনটি ফোন Redmi Note 11, Note 11 Pro এবং Note 11 Pro+ লঞ্চ করা হয়েছে চিনে। শোনা যাচ্ছে রেডমি নোট ১১ সিরিজের দুটো ফোন, যথাক্রমে- রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।