BY: Aajtak Bangla 

'Oo Antava' গার্ল সামান্থার ফিটনেস সিক্রেট জানেন?

1 February 2022

দক্ষিণের ছবি 'পুষ্পা: দ্য রাইজ' ২০২১-এর সর্বোচ্চ উপার্জিত সিনেমা। হিন্দি, তেলুগু থেকে যে ক'টি ভাষায় ডাবিং হয়েছিল, সবই হিট।

এই সিনেমায় সামান্থার 'ও আন্তাভা' ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সামান্থার আইটেম ডান্স মন জয় করেছে কয়েক কোটি দর্শকের।

জানেন কি সামান্থা রুথ প্রভু একজন ফিটনেস ফ্রিক?

নিজের ওয়ার্কআউট এবং ডায়েট নিয়ে খুবই সচেতন দক্ষিণী এই নায়িকা।

কমপক্ষে ১ ঘণ্টা ওয়ার্ক আউট করেন তিনি।

লকডাউনের সময় জিম বন্ধ থাকায় বাড়িতেই ব্যায়াম করতেন সামান্থা। 

ওয়েট ট্রেনিং করতে ভালোবাসেন সামান্থা, যে কারণে তাঁকে প্রায়ই জিমে ওয়েট ট্রেনিং করতে দেখা যায়।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
দক্ষিণের ছবি 'পুষ্পা: দ্য রাইজ' Pushpa Raj ২০২১-এর সর্বোচ্চ উপার্জিত সিনেমা। হিন্দি, তেলুগু থেকে যে ক'টি ভাষায় ডাবিং হয়েছিল, সবই হিট। এই সিনেমায় সামান্থার 'ও আন্তাভা' ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সামান্থার আইটেম ডান্স মন জয় করেছে কয়েক কোটি দর্শকের। জানেন কি সামান্থা রুথ প্রভু একজন ফিটনেস ফ্রিক?