BY: Aajtak Bangla 

Saraswati Puja: কখন লাগছে পঞ্চমী তিথি? জানুন সবকিচ্ছূ

04 FEBRUARY 2022

সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন সকলে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে।  স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়, শিক্ষাঙ্গনগুলিতেও আয়োজন হয় পুজোর। 

কখন লাগছে পঞ্চমী তিথি? জানুন দেবী সরস্বতীর মন্ত্র, পুজোর জরুরি সরঞ্জাম

সরস্বতী পুজো (Saraswati Puja) একেবারে দোড় গোড়ায়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো  হয়। শিক্ষার্থীদের জন্যে এই পুজো খুবই স্পেশাল।

জেনে নিন এই বছরের সরস্বতী পুজোর পঞ্চমী তিথি কখন লাগছে। 

২০২২ সালের  ৫ ফেব্রুয়ারি এবং বাংলায় ২২ মাঘ সরস্বতী পুজো পড়েছে। 

৫ ফেব্রুয়ারি রাত ৩:৪৭ মিনিট থেকে ৬ ফেব্রুয়ারি  রাত ৩: ৪৬ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।

ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।

নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ- বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।।- এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে।

শ্রী পঞ্চমীর দিনি সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণত নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রির প্রয়োজন হয়। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More