সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন সকলে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়, শিক্ষাঙ্গনগুলিতেও আয়োজন হয় পুজোর।
সরস্বতী পুজো (Saraswati Puja) একেবারে দোড় গোড়ায়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো হয়। শিক্ষার্থীদের জন্যে এই পুজো খুবই স্পেশাল।
জেনে নিন এই বছরের সরস্বতী পুজোর পঞ্চমী তিথি কখন লাগছে।
২০২২ সালের ৫ ফেব্রুয়ারি এবং বাংলায় ২২ মাঘ সরস্বতী পুজো পড়েছে।
৫ ফেব্রুয়ারি রাত ৩:৪৭ মিনিট থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৩: ৪৬ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।