BY: Aajtak Bangla 

সরস্বতী পুজো ২০২৩ তারিখ, পঞ্চমী তিথি 

BY: Aajtak Bangla

07 January 2022


বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের দেবী সরস্বতীর পুজোর আর হাতে গোনা দিন বাকি।

মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো  হয়।

২০২৩ সালের  সরস্বতী পুজো পড়েছে, ২৬ জানুয়ারি (বাংলায় ১১ মাঘ), বৃহস্পতিবার। 

 ২৫ জানুয়ারি রাত ৬/২০/১১ থেকে ২৬ জানুয়ারি বিকেল ৪/৩৮/৫৩ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।

শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণত নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রির প্রয়োজন হয়। 

আমের মুকুল, অভ্র- আবির, দোয়াত- খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। 

স্কুল- কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পরে, অঞ্জলি দিয়ে শিক্ষার্থীদের কুল খাওয়ার রীতি বহুদিন। 

সারা বছর ধরে সকলে  অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। 

বিশেষত শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। বিশেষত শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। জানুন ২০২৩ সালের সরস্বতী পুজো কবে পড়েছে এবং পঞ্চমী তিথি কখন।