BY: Aajtak Bangla 

রেল ভাড়ায় শর্ত সাপেক্ষে ছাড় প্রবীণদের!

7 SEPTEMBER 2022

ট্রেনে ভ্রমণকারীদের জন্য আবারও দারুণ খবর আসছে।

বিশেষ করে  সুখবর রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য়। 

জনগণের দাবির প্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে আবারও প্রবীণ নাগরিকদের ভাড়ায় ছাড় দেওয়ার কথা ভাবছে। 

দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় ফিকিয়ে না আনার জন্য বারবার  সমালোচনার মুখে পড়তে হয়েছে রেলকে।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিকিটের মূল্যে আবার ছাড়  দিতে বয়সসীমার মানদণ্ডে পরিবর্তন আনতে পারে রেল। 

মনে করা হচ্ছে  এবার সরকার ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য রেলের ভাড়ায় ছাড়ের সুবিধা প্রদান করবে।

আগে এই সুবিধা ছিল ৫৮ বছর বয়সী মহিলাদের এবং ৬০ বছর পূর্ণ হওয়া পুরুষদের জন্য।

২০২০ সালের মার্চ পর্যন্ত, ৫৮ বছর বা তার বেশি বয়সের মহিলাদের রেলওয়ের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় মিলত।

 ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের জন্য ৪০ শতাংশ ছাড় দেওয়া হত।

যে কোনো ক্লাসে ট্রেনে ভ্রমণের জন্য এই ছাড় পাওয়া যেত।

করোনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এই সুবিধা ফিরিয়ে আনা হয়নি। 

সূত্রের দাবি, রেলের তরফে সিনিয়র সিটিজেনদের জন্য টিকিট ভাড়ায় ছাড় ফেরানো হলেও তা থাকবে শুধুমাত্র জেনারেল ও স্লিপার ক্লাসের জন্য। 

এর অর্থ হল এসি কোটের যাত্রীরা কোনও ছাড় পাবেন না। কেবলমাত্র নন-এসি কোচের প্রবীণ যাত্রীরাই টিকিটের ক্ষেত্রে ছাড় পাবেন।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Indian Railways Discount on Ticket: ট্রেনে ভ্রমণকারীদের জন্য আবারও দারুণ খবর আসছে। সুখবর রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য়। জনগণের দাবির প্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে আবারও প্রবীণ নাগরিকদের ভাড়ায় ছাড় দেওয়ার কথা ভাবছে। এই নিয়ম কার্যকর হলে আবারও প্রবীণ নাগরিক এবং ক্রীড়াবিদসহ অন্যান্য ক্যাটাগরির যাত্রীরা ছাড়ের টিকিট (Concessional Ticket) পেতে শুরু করবেন। দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় ফিকিয়ে না আনার জন্য বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে রেলকে।