জ্যোতিষশাস্ত্রে শনিকে নিষ্ঠুর গ্রহ হিসেবে দেখা হয়। শনির স্বভাব সত্যের পথ অনুসরণ করা।
মানুষের ভালো-মন্দ কাজের হিসাব রাখা শনির দায়িত্ব। তাই ভগবান শনিকে কলিযুগের বিচারকও বলা হয়।
শনির সাড়ে সাতি এবং ঢাইয়া শুভ ফল দেয় বলে মনে করা হয় না।
মানুষের বিশ্বাস শনিদেব এই অবস্থায় খারাপ ফল দেন। কিন্তু তা নয়, বিশেষ পরিস্থিতিতে শনি শুভ ফলও দেন।
মকর রাশির অধিপতি হলেন শনিদেব।
শনি কুম্ভ রাশিরও অধিপতি।
শনিদেব ধনু ও মীন রাশির জাতকদেরও বিরক্ত করেন না।
এই রাশির জাতকরা যদি নিয়ম মেনে চলেন এবং অন্যের ক্ষতি না করেন, তাহলে শনি তাদের সম্মান ও সম্পদ দেন।
শনির সবচেয়ে প্রিয় রাশি সম্পর্কে বললে, তুলা হল শনির প্রিয়।
শনি এই রাশির জাতকদের কষ্ট ও দুঃখ দেন না।
এরকম আরও স্টোরি চাই?
Read More
Shani Positive Result: জ্যোতিষশাস্ত্রে শনিকে একটি নিষ্ঠুর গ্রহ হিসেবে দেখা হয়। শনির স্বভাব সত্যের পথ অনুসরণ করা। যেখানেই কিছু ভুল হতে দেখেন, শনি তাতে মারাত্মক ফল দেন। কারণ শনি কর্মের দাতাও। মানুষের ভালো-মন্দ কাজের হিসাব রাখা শনির দায়িত্ব। তাই ভগবান শনিকে কলিযুগের বিচারকও বলা হয়।