BY: Aajtak Bangla 

শনির বক্রী দশায় দারুণ শুভ সময় ৫ রাশির 

06 JUNE 2022

৫ জুন কুম্ভ রাশিতে বক্রী  হয়েছে শনি। এরপর ২৩ অক্টোবর পর্যন্ত শনির গতি বিপরীত থাকবে। 

এই বিপরীত গতি, কিছু রাশির জাতক- জাতিকাদের জন্য শুভ ফল দিতে চলেছে। 

শনির বিপরীত গতি মেষ রাশির জাতকদের চাকরি, পেশা এবং ব্যবসায় শুভ ফল দেবে। 

এই ব্যবসায় লাভের শর্ত তৈরি করা হবে। সর্বাত্মক লাভে মন খুশি থাকবে। বাড়িতেও থাকবে আনন্দের পরিবেশ।

কর্কটের জন্য শনির উল্টো গতি অত্যন্ত শুভ। বিবাহের প্রবল সম্ভাবনা থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে। 

ব্যবসায় লাভ হবে। সর্বাত্মক লাভে মন খুশি থাকবে। বাড়িতেও আনন্দের পরিবেশ থাকবে।

সিংহ রাশির কাজে কিছু প্রতিবন্ধকতা থাকলেও,কঠোর পরিশ্রমে সফলতা আসবে।

আটকে থাকা কাজ শেষ হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পেতে পারেন।

       

মকর রাশির আরাম ও সুবিধা বৃদ্ধির লক্ষণ রয়েছে। কর্মজীবনের দিক থেকে এই পরিবর্তন অত্যন্ত শুভ হতে চলেছে। 

আপনি চাকরিতে পদোন্নতি বা ভাল সুযোগের সদ্ব্যবহার করতে পারেন৷ অর্থ পাবেন। দাম্পত্য জীবনেও সুখ থাকবে।

 
অর্থলাভের যোগ। কর্মজীবনে পরিবর্তনের পরিস্থিতি রয়েছে। ভাল চাকরির সুযোগ পেতে পারেন।

নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়টি খুবই শুভ। কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
৫ জুন অর্থাৎ আজ কুম্ভ রাশিতে শনি বক্রী হয়েছে। সাধারণত, শনিকে দুর্ঘটনা, বিপর্যয় বা ঝামেলার সঙ্গে যুক্ত বলে মনে করেন অনেকে। তবে যদি জন্মকুণ্ডলীতে শনির অবস্থান ভাল হয় তবে, সেই ব্যক্তিরও ভাল ফল প্রাপ্তি হয়।শনির বিপরীত গতি অনেকের জন্য শুভ ফল দিতে চলেছে।