BY: Aajtak Bangla 

বাড়িতে শিবলিঙ্গ রাখলে এই ৮টি কাজ ভুলেও করবেন না

13 June 2022

ঘরে শিবলিঙ্গ রাখার কিছু নিয়ম আছে। এগুলি অনুসরণ না করলে সমস্যায় পড়তে হয়।

শিবলিঙ্গকে এমন জায়গায় রাখবেন না যেখানে নিয়মিত পুজো করা যায় না।

শিবলিঙ্গ রাখার জায়গাটি পরিষ্কার হওয়া উচিত যাতে শিবের পুজো সুষ্ঠুভাবে করা যায়।

হলুদ নারীদের সঙ্গে সম্পর্কিত। শিবলিঙ্গ শিবের প্রতীক, তাই এর গায়ে হলুদ দেওয়া উচিত নয়।

সিঁদুরকে স্বামীর দীর্ঘায়ুর সঙ্গে যুক্ত হতে দেখা যায়। ভগবান শিব বিনাশের দেবতা। তাই শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করা উচিত নয়।

ঘরে যে শিবলিঙ্গ স্থাপন করতে হবে তা সর্বদা সোনা, রূপা বা পিতলের হওয়া উচিত।

ঘরে শিবলিঙ্গ স্থাপন করার সময় খেয়াল রাখবেন পাত্র থেকে ঝরে পড়া জলের ফোঁটা যেন অবিরাম শিবলিঙ্গে পড়তে থাকে।

শিবলিঙ্গে কখনই তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। এর পরিবর্তে বেলপাতা দেওয়া ভালো।

প্রতিদিন সকালে স্নানের পর শিবলিঙ্গে চন্দনের তিলক লাগান। শিবলিঙ্গে কখনই নারকেল জল নিবেদন করা উচিত নয়। তবে কাঁচা নারকেল দিতে পারেন।

ভগবান শিবকে লাল ফুলও দেওয়া উচিত নয়। সাদা বা আকন্দ, নীলকণ্ঠ এগুলি দিন।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Shivlinga at home precautions: ঘরে শিবলিঙ্গ রাখার কিছু নিয়ম আছে। এগুলি অনুসরণ না করলে সমস্যায় পড়তে হয়। শিবলিঙ্গকে এমন জায়গায় রাখবেন না যেখানে নিয়মিত পুজো করা যায় না। শিবলিঙ্গ রাখার জায়গাটি পরিষ্কার হওয়া উচিত যাতে শিবের পুজো সুষ্ঠুভাবে করা যায়।