BY: Aajtak Bangla 

শিলিগুড়ি থেকে দার্জিলিং প্রবেশের বিকল্প পথ 

BY: Aajtak Bangla

14 November 2022

শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছনোর অলটারনেটিভ রুট তৈরি করতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। 

ঘুম এড়িয়ে দার্জিলিংয়ের পৌঁছনোর জন্য বিকল্প রাস্তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

ঘুম-সোনাদা রুটের বদলে লেবং দিয়ে দার্জিলিং শহরে প্রবেশের জন্য, একটি প্রয়োজনীয় বিকল্প পথ চিহ্নিত হয়েছে।

 এই রুটে রাস্তা তৈরি হলে দার্জিলিংকে ঘিরে সার্কুলার রোড মুভমেন্ট চালু হতে পারে। 

ফলে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে পাহাড়ে যানজটের সমস্যা অনেকটাই লাঘব হতে পারে। 

পাশাপাশি কোনও সময় রাস্তা বন্ধ থাকলে, একেবারে সমস্যায় পড়তে হবে না।

বিকল্প রাস্তাটি দার্জিলিং শহর থেকে উত্তর দিক দিয়ে লেবং এবং দাওয়াইপানি হয়ে শেষ পর্যন্ত তিস্তা বাজারের সঙ্গে মিলবে।

এই রাস্তাটির দৈর্ঘ্যে প্রায় ৩০- ৩৫ কিলোমিটার হবে, খবর জেলা প্রশাসন সূত্রে।

এই রাস্তা দ্রুত কার্যকর করার পরিকল্পনা নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
শিলিগুড়ি থেকে কার্শিয়াং-টুং-সোনাদা-ঘুম হয়ে দার্জিলিংয়ে পৌঁছনোর রাস্তার চাপ কমাতে ও বিপদের সময় অন্য বিকল্প পথ চালু রাখতে অলটারনেটিভ রুট তৈরি করতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। ঘুম এড়িয়ে দার্জিলিংয়ের পৌঁছনোর জন্য বিকল্প রাস্তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এখন দ্রুত তা কার্যকর করার পরিকল্পনা নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে।