দূর হচ্ছে না সান ট্যান? এই টোটকায় পান উজ্জ্বল ত্বক!
9 SEPTEMBER 2022
স্কিন ট্যানিং খুব সাধারণ সমস্যা। আমরা কম-বেশি সকলেই এই সমস্যার শিকার।
আমাদের ত্বক প্রায়শই ট্যান হয়ে যায় । আর এই ট্যান থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে।
এর জন্য প্রায়ই দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করা হয়, কিন্তু অনেক সময়ই সুফল পাওয়া যায় না।পারেন।
এদিকে সামনেই পুজো। তার আগে চকচকে ত্বক চাই সকলেরই।
তবে জানেন কি ঘরোয়া সমাধানেই দূর করা যায় স্কিন ট্যানিং।
ব্যাসন দিয়েও ত্বকের ট্যানিং থেকে মুক্তি পাওয়া যায়।
বেসন, হলুদ, লেবুর রস এবং অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ও ত্বকে লাগান।
ট্যান দূর করতে মধু এবং দই মিশিয়ে মুখে এবং ত্বকে প্রায় ২০ মিনিট লাগিয়ে রেখে দিন।
টমেটো ম্যাশ করুন এবং এই পেস্টটি মুখ এবং শরীরের ট্যান পরা অংশে ১৫ মিনিটের জন্য লাগান।
১ চা চামচ নুন নিন। আধা বাটি কাঁচা দুধ নিন। দুধ এবং নুনের এই পেস্টটি ট্যানিংয়ের জায়গায় লাগান।
সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্রতিকারগুলি করলে আপনি ট্যানিংয়ের সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন।
এরকম আরও স্টোরি চাই?
Read More
Skin Tanning Removal Tips: স্কিন ট্যানিং খুব সাধারণ সমস্যা। আমরা কম-বেশি সকলেই এই সমস্যার শিকার। এদিকে সামনেই পুজো। তার আগে চকচকে ত্বক চাই সকলেরই। আজ আমরা আপনার ট্যান দূর করার জন্য কিছু ঘরোয়া সমাধান নিয়ে এসেছি।