21 September 2021
এখনকার দ্রুত লয়ের জীবনে স্ট্রেসের কারণে খুব কম বয়স থেকে চুল পাকতে শুরু করে।
চুলে পাক মানেই বয়সের ছাপ, অকাল বার্ধক্যের চিন্তার আরও বেশি করে বুড়িয়ে যাওয়ার ভয়।
অনেকেই মধ্য ত্রিশে এসে মাখায় অর্ধের বেশি পাকা চুল নিয়ে ঘুরে বেড়ান।
চুল নিয়ে বেশি চিন্তা স্ট্রেস বাড়াবেন না, কারণ স্ট্রেস কমলে ফের আগের অবস্থায় ফিরে যাবে আপনার সাধের ঘন কালো চুল।
USA-র কলাম্বিয়া বিশ্ববিদ্যালের গবেষক মার্টিন পিকার্ডের নেতৃত্বে এই গবেষণাটি করা হয়েছে।
দেখা গিয়েছে, মানুষের মাথায় চুলের উৎপত্তি ও গজিয়ে ওঠার জন্য মূল ভূমিকা থাকে মানবদেহের কয়েকটি প্রোটিন আর কোষে থাকা মাইটোকনড্রিয়ার।
মানসিক চাপ, অবসাদ বাড়লে সেই প্রোটিনগুলির মাত্রায় অস্বাভাবিকতা দেখা দেয়। তখনই চুলের রং হয়ে যায় ধূসর।
তাই মানসিক চাপ কমলে যখন প্রোটিনগুলির মাত্রা ফের স্বাভাবিকতায় পৌঁছয়, গবেষকরা দেখেছেন, তখন মাথার চুলও ফেরে তার আগের কালো রঙে।