BY: Aajtak Bangla  7 December  2022 BY: Aajtak Bangla 

মকরসংক্রান্তির আগে ৩ রাশিতে সাফল্যের জোয়ার

দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে সূর্যদেব (Sun transit) প্রবেশ করার পর শুরু হবে মলমাস।

অজস্র পুষ্টিগুণে ভরপুর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।

পৌষ কৃষ্ণ পক্ষ অষ্টমী ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার, সূর্যাস্তের পর সন্ধে ৬টা ৫৩ মিনিটে সূর্যদেব ধনু রাশিতে গোচরের প্রভাব পড়া শুরু হবে।


সূর্যদেব আগামী ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার পর্যন্ত ধনু রাশিতে বিরাজ করবেন।

কন্যা রাশি- সূর্যের ধনু রাশিতে প্রবেশের পর কন্যা রাশিদের ভাগ্য তুঙ্গে থাকেব। ঋণ নিয়ে থাকলে তা পরিশোধ হবে। 

অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে। পরিবারে অপার সুখ বয়ে আনবে। তবে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে সাবধানে থাকতে হবে।

কর্কট রাশি- সূর্যের ধনু রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কট রাশির ভাগ্য উজ্জ্বল হবে। চাকরিতে পদোন্নতি হবে।

সমস্ত কাজেই সফলতা আসবে। লক্ষীর কৃপায় ধনসম্পত্তি বাড়বে।

বৃশ্চিক রাশি- বিদেশে চাকরির প্রস্তাব পেতে পারেন। বিদেশ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে যে সমস্যা নিয়ে উদ্বেগে ছিলেন তা থেকে মুক্তি ঘটবে।

এমন সৌভাগ্যের সময় যে কাজই করবেন সাফল্য পাবেন।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Sun Transit Lucky Zodiac: দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে সূর্যদেব (Sun transit) প্রবেশ করার পর শুরু হবে মলমাস। পৌষ কৃষ্ণ পক্ষ অষ্টমী ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার, সূর্যাস্তের পর সন্ধে ৬টা ৫৩ মিনিটে সূর্যদেব ধনু রাশিতে গোচরের প্রভাব পড়া শুরু হবে। সূর্যদেব আগামী ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার পর্যন্ত ধনু রাশিতে বিরাজ করবেন।