BY: Aajtak Bangla 

সিংহতে সূর্যের গমন, ৭ রাশির চরম ভোগান্তি 

18  AUGUST 2022

১৭ অগাস্ট সূর্য , রাশি পরিবর্তন করে নিজের রাশি সিংহতে প্রবেশ করছে। 

 জ্যোতিষীদের মতে সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে সমস্ত রাশির জাতকদের জীবনে প্রভাব পড়বে। 

৬ রাশির জাতক জাতিকাদের জীবনে অশুভ সময়ে আসার সম্ভাবনা। জানুন, কারা রয়েছে সে তালিকায়। 

মেষের মন ভারাক্রান্ত থাকতে পারে। কোনও অচেনা মানুষকে টাকা ধার দেবেন না ভুল করেও। 

 বৃষর কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। এই সময়কালে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। 

কর্কটের আর্থিক ক্ষেত্রে সমস্যা হতে পারে। মানসিক চাপ হতে পারে। সতর্ক থাকুন। 

সিংহর বাড়িতে উত্তেজনা ও বিবাদের পরিবেশ থাকতে পারে। চোখ এবং হাড়ের সমস্যা এড়িয়ে চলুন। 

কন্যার অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে। টাকা -পয়সা সম্পর্কিত কোনও কিছুতে গাফিলতি করবেন না। 

কুম্ভর কর্মজীবন, পারিবারিক ও আর্থিক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারে। নিজের যত্ন নিন। 

মিথুন, বৃশ্চিক ও মীন রাশির জন্য সূর্যের এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
সূর্যকে অবস্থান, প্রতিপত্তি, সিদ্ধান্তের সক্ষমতার প্রতীক হিসাবে ধরা হয়। জ্যোতিষশাস্ত্রে এটিকে আত্মার কারক গ্রহও বলা হয়। সূর্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎস। নয়টি গ্রহের মধ্যে সূর্যকে সবচেয়ে বড় বলে মনে করা হয়। ১৭ অগাস্ট সূর্য , রাশি পরিবর্তন করে নিজের রাশি সিংহতে প্রবেশ করছে। জ্যোতিষীদের মতে সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে সমস্ত রাশির জাতকদের জীবনে প্রভাব পড়বে।