BY: Aajtak Bangla 



অজান্তেই বাড়ে কিডনির সমস্যা, জেনে নিন উপসর্গগুলি 

19 JANUARY 2023




আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল বৃক্ক বা কিডনি। 



 বৃহস্পতিবার নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে। 


 কিডনি আক্রান্ত হলে বা  কোনও রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক  জটিলতা দেখা দেয়।

তাই কিডনির সমস্যা বা অসুখকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেই ব্যাখ্যা করে থাকেন অনেক চিকিৎসক।

কিডনির সমস্যা বা অসুখকের নির্দিষ্ট কোনও উপসর্গ হয় না। 

তবে কয়েকটি কয়েকটি উপসর্গ  দেখলে  সতর্ক হওয়া দরকার।

মুখ, চোখের কোল যদি হঠাৎ অস্বাভাবিক ভাবে ফুলে ওঠে, তা হলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। 

বার বার প্রস্রাবের বেগ অনুভব করলে সে ক্ষেত্রে আগে থেকেই সাবধান হওয়া প্রয়োজন।


কিডনি সঠিক ভাবে কাজ না করলে এই সমস্যা দেখা দিতে পারে।

তাই বেশি পরিমাণে রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত। 

Diabetes

আপনার হাত, পা বা পিঠের পেশিতে ঘন ঘন অস্বাভাবিক টান বা খিঁচুনি ধরছে, তা হলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। 

ত্বক কি অসময় হঠাৎ শুষ্ক হয়ে গিয়েছে? তা হলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি।

আপনার গোড়ালি বা পায়ের পাতা হঠাৎই অস্বাভাবিক ফুলে যাচ্ছে, তা হলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। 

কিডনির সমস্যা থাকলে একাধিকবার মূত্রথলিতে সংক্রমণ হতে পারে। 

পিঠের দিকে, কোমরের একটু উপরে যদি ঘন ঘন ব্যথা অনুভব করেন তা হলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি।

কিডনির সমস্যায় ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। 

কিডনি ঠিক মতো কাজ না করলে রক্ত ভাল ভাবে পরিশ্রুত হতে পারে না।

রক্তচাপের দ্রুত ওঠাপড়া, অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়া, অল্পতেই হাঁপিয়ে ওঠা, শ্বাস-প্রশ্বাসের কষ্ট হওয়ার পেছনেও লুকিয়ে থাকতে পারে কিডনির সমস্যা।

যদি দেখেন প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে, তা হলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি।

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল বৃক্ক বা কিডনি। কোনও কারণে কিডনি আক্রান্ত হলে বা কিডনিতে কোনও রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে। তাই কিডনির সমস্যা বা অসুখকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেই ব্যাখ্যা করে থাকেন অনেক চিকিৎসক।