তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠানে তুলসীর ব্যবহার শুভ বলে মনে করা হয়।
পুরাণ অনুসারে তুলসী পাতা তোলার কিছু নিয়ম রয়েছে। সেগুলি না মানলে ভুল প্রভাব পড়ে সংসারে।
নখ দিয়ে তুলসী পাতা একদম তুলবেন না।
একাদশীতে তুলসী পাতা ছিঁড়বেন না।
অকারণে তুলসী তুলবেন না। শুধুমাত্র ধর্মীয় বা স্বাস্থ্যগত কারণে এটি তোলা উচিত।
শুকনো পাতা যেখানে সেখানে ফেলবেন না। তুলসীর গোড়াতেই ফেলুন।
ঘরে শুকনো তুলসী গাছ রাখবেন না।
তুলসী গাছ কখনও দক্ষিণ-পূর্ব দিকে লাগাবেন না।
তুলসী গাছকে পরিষ্কার জায়গায় রাখতে হবে।
এরকম আরও স্টোরি চাই?
Read MoreTulsi Plant Rules: তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠানে তুলসীর ব্যবহার শুভ বলে মনে করা হয়। পুরাণ অনুসারে তুলসী পাতা তোলার কিছু নিয়ম রয়েছে। সেগুলি না মানলে ভুল প্রভাব পড়ে সংসারে। নখ দিয়ে তুলসী পাতা একদম তুলবেন না।