এল পুরুষ-মহিলা উভয়ের জন্য Unisex Condom 

BY: Aajtak Bangla 

29 October 2021

এসে গেল ইউনিসেক্স কন্ডোম। বিশ্বে এই প্রথম তৈরি হয়েছে এই কন্ডোম।

পুরুষ ও নারী উভয়েই ব্যবহার করতে পারবেন এই কন্ডোম। মালেশিয়ার এক চিকিৎসক বানিয়েছেন এই কন্ডোম। 

এই কন্ডোমের নাম Wondaleaf Unisex Condom। 

মালেশিয়ার ওই চিকিৎসক জানিয়েছেন, এই কন্ডোম পরীক্ষিত এবং এর দ্বারা গর্ভধারণ রোখা সম্ভব। 

ওই চিকিৎসকের নাম জন নাগ ইঙ্গ চিন। 

তিনি জানিয়েছেন, এই কন্ডোম আর ৫টা কন্ডোমের মতোই দেখতে। তবে এই কন্ডোমের মধ্য়ে চামড়ায় লেগে থাকার মতো একটা কভার রয়েছে। 

পুরুষ ও মহিলারা তা সহজেই ব্যবহার করতে পারবেন। 

এর এক ডজন কন্ডোমের দাম ৭০০ টাকার একটু বেশি। 

এই কন্ডোম আর পাঁচটা কন্ডোমের মতো মোটা নয়, পাতলা। 

ফলে কেউ ব্যবহার করলে নিজেও বুঝতে পারবেন না তিনি কন্ডোম পরে আছেন।

এই কন্ডোম বানানোর জন্য Polyurethane নামক পদার্থের ব্যবহার করা হয়েছে। যা সাধারণত ড্রেসিং করার কাজে লাগে। 

এসে গেল ইউনিসেক্স কন্ডোম। বিশ্বে এই প্রথম তৈরি হয়েছে এই কন্ডোম। পুরুষ ও নারী উভয়েই ব্যবহার করতে পারবেন এই কন্ডোম। মালেশিয়ার এক চিকিৎসক বানিয়েছেন এই কন্ডোম। এই কন্ডোমের নাম Wondaleaf Unisex Condom। মালেশিয়ার ওই চিকিৎসক জানিয়েছেন, এই কন্ডোম পরীক্ষিত এবং এর দ্বারা গর্ভধারণ রোখা সম্ভব।