BY: Aajtak Bangla 

ঘরে শিবের ছবি রাখলে এই ভুলগুলি একেবারেই নয়

22 FEBRUARY 2022

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে দেব-দেবীর মূর্তি স্থাপন করলে নেতিবাচক শক্তি আসে না।

তবে এক্ষেত্রে মূর্তি স্থাপনের নিয়ম মেনে চলতে হবে। 

 বাস্তু মতে ঘরে শিবের ছবি বা মূর্তি রাখার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে তা জেনে নেওয়া যাক।

শিব মা পার্বতী, পুত্র গণেশ এবং কার্তিক অর্থাৎ পুরো পরিবারের সঙ্গে আছেন, তাহলে তা ঘরে লাগালে শুভ হয়। 

ভগবান শিবের আবাস কৈলাস পর্বত  উত্তর দিকে । এই কারণে শিবের মূর্তি বা ছবি উত্তর দিকে রাখা উত্তম।

ভগবান শিবের এমন ছবি কখনই লাগাবেন না যাতে ভোলে শঙ্কর রুদ্র রূপে রয়েছে। অথবা  ধ্বংসের প্রতীক হয়ে রয়েছেন। 

শিব খুশি দেখাচ্ছে এমন ছবি রাখা শুভ বলে মনে করা হয়। 

নন্দীর ওপর বিরাজমান শিবের ছবি রাখলে বাড়ির ছেলেমেয়েদের মনোযোগ বাড়ে। 

ভগবান শিবের দাঁড়ানো ভঙ্গির ছবি কখনই আপনার বাড়িতে বা অফিসে রাখা উচিত নয়।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
শিবপূরাণে বলা হয়েছে যে এই সমগ্র সৃষ্টি ভগবান শিবের ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করেছেন। এই কারণে, বেশিরভাগ মানুষ অবশ্যই বাড়িতে শিবের ছবি বা মূর্তি রাখেন। বাস্তু মতে ঘরে শিবের ছবি বা মূর্তি রাখার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে তা জেনে নেওয়া যাক।