BY: Aajtak Bangla 

বাড়ির মহিলাদের অপমান করলে আসে দারিদ্র্য!

12 January 2023

বাস্তু মতে কিছু কাজ করলে অর্থকষ্ট কোনওদিন কাটে না। ঘরে জলের অপচয় খুব বেশি হলে তা খারাপ।

জলের অপচয় হলে ঘরে আর্থিক সংকট দেখা দেয়।

বাড়িতে ভাঙা বাসন ব্যবহার করাও খুব খারাপ।

বাড়িতে ভাঙা বাসন ব্যবহার করলে কষ্ট কাটবে না।

ভুল পথে আয় করলেও দারিদ্র্য নামে।

বিবাহযোগ্য ব্যক্তিদের বিয়ে নিয়ে সমস্যা দেখা দেয়।

বাড়িতে ঠাকুর পুজো না করলে ক্ষতি হয়।

বাড়িতে সব সময় কলহ থাকলে উন্নতি থেমে যায়।

ঘরের মহিলার কষ্টে রাখলেও অগ্রগতি থেমে যায়।

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Vastu Tips for Money: বাস্তু মতে কিছু কাজ করলে অর্থকষ্ট কোনওদিন কাটে না। ঘরে জলের অপচয় খুব বেশি হলে তা খারাপ। জলের অপচয় হলে ঘরে আর্থিক সংকট দেখা দেয়। বাড়িতে ভাঙা বাসন ব্যবহার করাও খুব খারাপ।