চন্দ্রবিন্দুর উপল ও অনিন্দ্য চট্টোপাধ্যায় যান বিশ্বকাপ ফুটবল দেখতে। তাঁরাও মেসির সমর্থক। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেস বোলার ব্রেট লি-র সঙ্গে দেখা হয় দু'জনের।
বিশ্বকাপ দেখতে কাতার গিয়েছেন রচনা বন্দোপাধ্যায়ও। ছেলে রৌনকের আব্দারেই কাতার বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন।
আর্জেন্টিনাকে সমর্থন করতে বিধায়ক ও সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিও গিয়েছিলেন বিশ্বকাপ দেখতে। সঙ্গে ছিলেন স্বামী দেবরাজ চক্রবর্তীও।
মেসির জাদু দেখতে কাতার পাড়ি দিয়েছেন সঙ্গীত পরিচলক জয় সরকারও।
বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ অর্কজা আচার্য। তিনিও উপস্থিত ছিলেন কাতার বিশ্বকাপে।