BY: Aajtak Bangla  14 December  2022 BY: Aajtak Bangla 

বাঙালি সেলেবদের কাতার ভ্রমণ 

কাতারে বিশ্বকাপ ফুটবলে মেসি, রোনাল্ডো বা নেইমারকে শেষবার খেলতে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি বাঙালি সেলিব্রেটিরা।

অজস্র পুষ্টিগুণে ভরপুর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।

কাতারে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন মৌনি রায়। সঙ্গী সূরজ নাম্বিয়াও। আর্জেন্টিনাকে সাপোর্ট করেন তাঁরা।


বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে লুসেইল স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেন অনুপম রায়। মেসির হয়ে গলা ফাটাতে আসেন তিনি।

চন্দ্রবিন্দুর উপল ও অনিন্দ্য চট্টোপাধ্যায় যান বিশ্বকাপ ফুটবল দেখতে। তাঁরাও মেসির সমর্থক। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেস বোলার ব্রেট লি-র সঙ্গে দেখা হয় দু'জনের।

বিশ্বকাপ দেখতে কাতার গিয়েছেন রচনা বন্দোপাধ্যায়ও। ছেলে রৌনকের আব্দারেই কাতার বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন।

আর্জেন্টিনাকে সমর্থন করতে বিধায়ক ও সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিও গিয়েছিলেন বিশ্বকাপ দেখতে। সঙ্গে ছিলেন স্বামী দেবরাজ চক্রবর্তীও। 

মেসির জাদু দেখতে কাতার পাড়ি দিয়েছেন সঙ্গীত পরিচলক জয় সরকারও।

বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ অর্কজা আচার্য। তিনিও উপস্থিত ছিলেন কাতার বিশ্বকাপে।

বিশ্বকাপ জ্বরে কাবু বাঙালি। (Video Credits: Mouni Roy)

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Celebs in Fifa 2022: কাতারে বিশ্বকাপ ফুটবলে মেসি, রোনাল্ডো বা নেইমারকে শেষবার খেলতে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি বাঙালি সেলিব্রেটিরা। কাতারে বিশ্বকাপ দেখতে গিয়েছেন মৌনি রায়। সঙ্গী সূরজ নাম্বিয়া। আর্জেন্টিনাকে সাপোর্ট করেন তাঁরা। বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে লুসেইল স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেন অনুপম রায়। মেসির হয়ে গলা ফাটাতে আসেন তিনি।