BY: Aajtak Bangla  15 November  2022 BY: Aajtak Bangla 

চোট-কোচের অপছন্দ, বিশ্বকাপ থেকে বাদ এই তারকারা

মাত্র ৫ দিন পর শুরু ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। যা কাতারে অনুষ্ঠিত হতে চলেছে।

অজস্র পুষ্টিগুণে ভরপুর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।

স্পেন সের্জিও র‍্যামোসকে (Sergio Ramos) দলে না রেখেই টিম গড়েছে। তিনি খেললে এটা তাঁর পঞ্চম বিশ্বকাপ হত।


স্প্যানিশ বিশ্বকাপের দলে জায়গা পাননি ডেভিড দে হেয়াও (David de Gea)।

ইংল্যান্ড দলে জায়গা পাননি ট্যামি আব্রাহাম (Tammy Abraham)। 

কয়েক বছর ধরেই ভাল খেলা জর্ডন স্যাঞ্চোকেও (Jadon Sancho) দলে রাখেননি সাউথগেট। এই সিদ্ধান্তও অবাক করেছে প্রাক্তনদের।

ব্রাজিলিয়ান দলে জায়গা পাননি রবার্ত ফিরমিনহো। তিতের দলে লিভারপুল (Liverpool) তারকার জায়গা না পাওয়ায় প্রশ্ন তুলেছেন সমর্থকরা।

চোটের জন্য ফ্রান্স দল থেকে বাদ পড়েছেন পল পোগবা (Paul Pogba)। হাঁটুর চোটের জন্য একবার অস্ত্রোপচার হয়েছিল তাঁর।

চোট পেয়ে ছিটকে গিয়েছেন জার্মানির টিমো ওয়ার্নারও (Timo Werner)। গোড়ালির চোটের জন্য ছিটকে যেতে হয় তাঁকে।

হ্যামস্ট্রিং চোটের জন্য বিশ্বকাপ খেলা হল না আর্জেন্টিনার গিওভানি লো সেলসোর (Giovani Lo Celso)। তরুণ এই মিডফিল্ডারের হ্যামস্ট্রিং-এ অস্ত্রোপচার হবে। 

চার বছর পর বিশ্বের সেরা হওয়ার লড়াইয়ে নামবে ৩২টি দেশ।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
FIFA 2022: মাত্র ৫ দিন পর শুরু ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। যা কাতারে অনুষ্ঠিত হতে চলেছে। কিছু ফুটবলার রয়েছেন যারা এবারের বিশ্বকাপে খেলতে পারবেন না। স্পেন সের্জিও র‍্যামোসকে (Sergio Ramos) দলে না রেখেই টিম গড়েছে। তিনি খেললে এটা তাঁর পঞ্চম বিশ্বকাপ হত।