BY: Aajtak Bangla  17 November  2022 BY: Aajtak Bangla 

কাতার কাঁপাতে প্রস্তুত এই ৫ কিশোর ফুটবলার

প্রতি বিশ্বকাপেই কিছু তরুণ ফুটবলার উঠে আসেন। এবারের ফিফা বিশ্বকাপেও (FIFA World Cup 2022) এমন অনেক ফুটবলার রয়েছেন যাদের প্রতিভা সকলকে অবাক করে দিতে পারে।

অজস্র পুষ্টিগুণে ভরপুর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।

এই সমস্ত তরুণদের ওপর ভর করে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে সেই দেশ। 


স্পেনের গাভি, জার্মানির মৌকোকোকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন দুই দেশের সমর্থকরা।

এমন পাঁচ ফুটবলার যারা ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারেন।

গাভি: স্পেনের এই ফুটবলার ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে বেশ পরিচিত নাম। ইতিমধ্যেই দেশের জার্সি গায়ে ইতিহাস গড়ে ফেলেছেন তিনি।

ইউলৌফা মৌকোকো: জার্মান তারকা টিমো ওয়ার্নারের চোট থাকায় দলে সুযোগ পেয়েছেন মৌকোকো। বরুশিয়া ডর্টমুন্ডের এই ফুটবলার হ্যান্সি ফ্লিকের দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন।

গারং কুওল: এখনও অবধি অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন কুওল। মরশুমের শুরুতে বার্সেলোনার বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলেছেন কুওল। 

জিউসন বেনেট: জিউসন সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোস্টারিকার হয়ে খেলে রেকর্ড গড়েছেন বেনেট। গত বছর দেশের জার্সিতে অভিষেক হয়েছে বেনেটের।

বিলাল এল খানস: বেলজিয়ামে জন্ম হলেও মরক্কোর হয়ে বিশ্বকাপে খেলবেন বিলাল। সিনিয়র পর্যায়ে আফ্রিকার এই দেশের হয়ে এখনও অভিষেক হয়নি তাঁর।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
FIFA 2022: প্রতি বিশ্বকাপেই কিছু তরুণ ফুটবলার উঠে আসেন। এবারের ফিফা বিশ্বকাপেও (FIFA World Cup 2022) এমন অনেক ফুটবলার রয়েছেন যাদের প্রতিভা সকলকে অবাক করে দিতে পারে। এই সমস্ত তরুণদের ওপর ভর করে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে সেই দেশ।