BY: Aajtak Bangla 

খাবারের দাম দেখে বিশ্বকাপে যাওয়া ফুটবলপ্রেমীরা হতবাক 

BY: Aajtak Bangla

18 November 2022


শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। এদিকে কাতারে আগত ফুটবল অনুরাগীদের মাথায় হাত। 

কাতারের খাবারের দাম দেখে রীতিমতো চোখ কপালে অনেকরই। অতিরিক্ত দামের মেনুর কড়া নিন্দা করছেন তারা ৷

অনেক খাবারের দাম ৯ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০ টাকা দাম এবং ৪.৬০ পাউন্ড যা প্রায় ৫০০ টাকার সমান। 

 চিকেনের একটি ডিশ এবং পেপারোনি পিৎজার দাম ৪ পাউন্ড (৮০০ টাকার একটু কম)।

ইতালীয় আইসক্রিমের দাম ২৯ পাউন্ড (২৮০০ টাকা)। 

পলিশ কফি ৩৪ পাউন্ড (প্রায় ৩৩০০ টাকা) এবং ভেজিটেবল চিজ বার্গারের দাম ৪৫ ইউরো (৩৮০০ টাকা)। 

আধ লিটার বিয়ারের দাম ১৪ ডলার (১১০০ টাকার বেশি)। 

যদিও আয়োজকরা বিয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর। 

 কাতার, ফিফা বিশ্বকাপে ২০২২-এ প্রায় ৪০,০০০ অনুরাগীদের স্বাগত জানাতে প্রস্তুত।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। এদিকে কাতারে আগত ফুটবল অনুরাগীদের মাথায় হাত। কাতারের খাবারের দাম দেখে রীতিমতো চোখ কপালে অনেকরই। অতিরিক্ত দামের মেনুর কড়া নিন্দা করছেন তারা ৷ বেসিক আইটেমের দাম অত্যধিক করা হয়েছে। যদিও কাতার টুর্নামেন্টকে সেরা ফ্যান ফেস্টিভ্যাল হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে দর্শকদের জন্য আসলে এমনটা সত্যি নয় বলে অভিযোগ কাতারে যাওয়া ফুটবলপ্রেমীদের।