ফিফা বিশ্বকাপ ২০২২-র থিম গান 'লাইট দ্য স্কাই'-তে অংশ নিলেন বলিউড অভিনেত্রী।
সদ্য মুক্তি পাওয়া এই গানের ঝলক নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন নোরা।
নোরা ছাড়াও এই গানে পারফর্ম করেছেন ইয়েমেনের সঙ্গীতশিল্পী বালকিস ফাথি,মরক্কোর শিল্পী মানাল ও ইরাকের গায়িকা রাহমা রিয়াদ।
গানের ভিডিওটি শেয়ার করার পর, তা মুহূর্তে নেট দুনিয়ায় ঝড় তুলেছে। শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন বলি সুন্দরী।
নোরা ফতেহি প্রথম ভারতীয়, যিনি ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানে আত্মপ্রকাশ করলেন।
তবে শুধু থিম সং নয়, উদ্বোধনী সঙ্গীত ও সমাপ্তি সঙ্গীতেও গাইবেন নোরা ফতেহি, তাও আবার হিন্দিতে।
ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে প্রতিনিধিত্ব করছেন নোরা। সেখানে তাঁকে গাইতে এবং নাচতে দেখা যাবে।
ভারতীয় না হলেও নিজেকে এদেশের নাগরিক ভাবেন নোরা। ফিফার তরফ থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত তিনি।
কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে নোরার জন্য গান তৈরি করেছে ‘রেড ওয়ান’। গানে নোরা ফতেহির মুখে শোনা গেছে হিন্দি লাইনও।
প্রতিবারই ফুটবল বিশ্বকাপের জন্য ফিফা একটি গান বাঁধে। এবার বিশ্বকাপের গানে নারী শক্তিকে গুরুত্ব দিয়েছে ফিফা।
এরকম আরও স্টোরি চাই?
Read More
ফিফা বিশ্বকাপ ২০২২ আসন্ন। এবার বিশ্বকাপের অ্যান্থেম সং-এর সঙ্গে পারফর্ম করবেন নোরা ফতেহি। ফিফা বিশ্বকাপ ২০২২-র থিম গান 'লাইট দ্য স্কাই'-তে অংশ নিলেন বলিউড অভিনেত্রী। সদ্য মুক্তি পাওয়া এই গানের ঝলক নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন নোরা।