BY: Aajtak Bangla 

বিনা জানলার স্বয়ংক্রিয় গাড়ি, কবে লঞ্চ Apple Car?

19 May 2022

সাল ২০১৪-তে অ্যাপল তাদের স্বয়ংক্রিয় গাড়ির কাজ শুরু করে। বহু বছর পর এখন আবার এ নিয়ে নতুন করে এটি খবরে।

অ্যাপল কার সংক্রান্ত বেশ কিছু পেটেন্টও পেয়েছে।

অ্যাপল কার হবে স্বয়ংক্রিয়, গাড়িটির স্টিয়ারিং হুইল বা প্যাডেল থাকবে না।

অ্যাপেল মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে একটি পেটেন্ট দাখিল করেছে। এই পেটেন্টটি গাড়ির ভিআর বিনোদন ব্যবস্থার জন্য। যা যাত্রীদের হেডসেট অভিজ্ঞতা দিতে গাড়ির গতিকে কাজে লাগাবে।

ভিআর বিষয়বস্তু স্বয়ংক্রিয় গাড়ির চলাচলের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করবে। এছাড়া রাস্তায় চলাকালীন ভার্চুয়াল মিটিংও করা যায়।  রিপোর্ট অনুযায়ী, Apple এই সেলফ ড্রাইভিং কারটি ২০২৫ সালে লঞ্চ করতে পারে।

বিনোদন ছাড়াও, পেটেন্টের বিবরণে আরও বলা হয়েছে যে এই প্রযুক্তি মোশন সিকনেস কমিয়ে দেবে। 

অর্থাৎ যাত্রীরা গাড়ির জানালার পরিবর্তে ভিআর হেডসেটের মাধ্যমে বাইরের দৃশ্য দেখতে পারবেন। গাড়ির বাইরে লাগানো ক্যামেরার সাহায্যে এটি ঘটবে।

এই প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা স্থিতিশীল পরিবেশে ভিডিও দেখতে বা বই পড়তে পারবেন। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Apple Car: সাল ২০১৪-তে অ্যাপল তাদের স্বয়ংক্রিয় গাড়ির কাজ শুরু করে। বহু বছর পর এখন আবার এ নিয়ে নতুন করে এটি খবরে। অ্যাপল কার সংক্রান্ত বেশ কিছু পেটেন্টও পেয়েছে। অ্যাপল কার হবে স্বয়ংক্রিয়, গাড়িটির স্টিয়ারিং হুইল বা প্যাডেল থাকবে না।