3 February 2023
ব্যাঙ্ক লকার দরকার হলে কীভাবে পাবেন?
নতুন বছরের শুরুতেই লকার সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে RBI।
এই নিয়ম কার্যকর হওয়ার পর ব্যাঙ্কগুলি লকার নিয়ে গ্রাহকদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারবে না।
এর পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে চুক্তি না হওয়ার বিষয়েও আপডেট নেওয়া হচ্ছে।
আপনি যে শাখায় লকার খুলতে চান সেখানে আপনাকে একটি আবেদনপত্র দিতে হবে।
SBI-এ ব্যাঙ্ক লকারের চার্জ ২ হাজার থেকে ১২ হাজার পর্যন্ত।
লকারের আকার এবং অবস্থানের উপর নির্ভর করে, এর বার্ষিক চার্জও নির্ধারিত হয়।
আগে এলে আগে পাবেন এর ভিত্তিতে লকার সুবিধা দেওয়া হয়।
নতুন নিয়মে কোনো ক্ষতি হলে এই দায়ভার সরাসরি ব্যাঙ্কের এবং ক্ষতিপূরণ দিতে হবে।
ব্যাঙ্ক কর্মচারীর প্রতারণার কারণে লোকসান হলে লকারের ভাড়ার ১০০ গুণ ব্যাঙ্ককে দিতে হবে।