এই চাণক্য নীতি মানলেই বিপুল লাভ 

BY: Aajtak Bangla 

8 September 2021

ধন, সম্পত্তি, আর্থিক বৃদ্ধির জন্য চাণক্যের নীতি খুবই খ্যাত।

চাণক্য নীতি অনুযায়ী, অর্থ উপার্জন করা যতই না কঠিন তার চেয়েও কঠিন অর্থের সঠিক ব্যবহার করা।

অর্থ খরচের পাশাপাশি সঞ্চয়ী হতে হয়। বিপদের সময় অর্থই সবার আগে প্রয়োজন পড়ে। উপার্জনের পাশাপাশি তা বুঝেই অর্থ খরচ করা উচিত।

অর্থ মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। প্রয়োজনীয়তা অনুযায়ী অর্থ খরচ করতে হয়।

মন্দিরে অর্থ দান করলে আর্থিক স্থিতি বাড়ে। ঈশ্বরের কৃপা তাঁর ওপর পড়ে। স্বার্থপর এবং লালসা থাকা উচিত নয়। ধনের দেবী মা লক্ষ্মী এতে ক্ষুণ্ণ হন।

চাণক্যের মত অনুসারে, যে ব্যক্তি গরিব ও দরিদ্রের সহায়তা করে তার বিপুল অর্থলাভ হয়।

অর্থের সুরক্ষা,দান এবং ব্যবসার কাজে লাগালেই অর্থ কষ্ট হয় না, বরং আরও লাভজনক হয়।

চাণক্যর মতানুযায়ী, সবসময় সৎ পথে থেকে উপার্জন করা উচিত।