16 September 2021
উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। গোটা বিশ্বের বাঙালিরা মেতে ওঠেন এই উৎসবে।
বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেয়েই বাঙালিরা দুর্গাপুজোর দিনক্ষণ দেখেন।
দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন। এই উৎসবে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয় হয়।
মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী, দুর্গাপুজোর প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য আছে।
মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
এই বছর নবরাত্রি শুরু হবে ৭ অক্টোবর এবং শেষ হবে ১৫ অক্টোবর।
মহাষষ্ঠী : ১১ অক্টোবর,
সোমবার
মহাসপ্তমী : ১২ অক্টোবর,
মঙ্গলবার
মহাঅষ্টমী: ১৩ অক্টোবর,
বুধবার
মহানবমী: ১৪ অক্টোবর,
বৃহস্পতিবার
বিজয়া দশমী : ১৫ অক্টোবর,
শুক্রবার