ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ হুগলি নদীর তলায় ভারতের প্রথম ‘আন্ডার ওয়াটার টানেল’।
প্রায় ১২০ কোটি টাকা খরচ করে এই ‘আন্ডার ওয়াটার টানেল’ তৈরি করা হচ্ছে।
নদীর নীচে প্রায় সাততলা বাড়ির সমান গভীরতায় বৃত্তাকার সুড়ঙ্গ দিয়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক।
নদীর গভীরে টানেলের মধ্যে দিয়ে মাত্র ৪৫ সেকেন্ডে ৫২০-মিটার দূরত্ব অতিক্রম করবে মেট্রোর রেক।
এই ‘আন্ডার ওয়াটার টানেল’ নদীর ১৩ মিটার গভীরে এবং ভূ-স্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি করা হয়েছে।
এই ‘আন্ডার ওয়াটার টানেল’ সল্টলেক সেক্টর ফাইভের আইটি হাব-এর সঙ্গে হাওড়া ময়দানের সংযোগ তৈরি করছে।
হাওড়া এবং শিয়ালদহকে সংযোগকারী মেট্রো লাইন দুটি পয়েন্টের মধ্যে যাতায়াতের সময় বর্তমানে সড়কপথে নেওয়া ৯০ মিনিট থেকে কমিয়ে ৪০ মিনিট করবে।
কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর কয়েক বছর ধরে বেশ কিছুটা দেরি হয়েছে এবং এর ফলেই খরচও অনেকটা বেড়ে গিয়েছে।
এটি ২০০৯ সালে ৪,৮৭৫ কোটি টাকা খরচের প্রকল্প হিসাবে অনুমোদন পেয়েছিল। পরবর্তিতে জমিজট সহ নানা সমস্যায় প্রকল্পের সময় আর খরচ বেড়ে যায়।
এরকম আরও স্টোরি চাই?
এরকম আরও স্টোরি চাই?
Read More
East-West Metro: ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ হুগলি নদীর তলায় ভারতের প্রথম ‘আন্ডার ওয়াটার টানেল’। প্রায় ১২০ কোটি টাকা খরচ করে এই ‘আন্ডার ওয়াটার টানেল’ তৈরি করা হচ্ছে।