১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'গঙ্গা বিলাস ক্রুজ'-এর যাত্রা শুরু হবে।
ক্রুজটি ৫১ দিনে ৩,২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।
কাশী থেকে যাত্রা শুরু করে এটি পাটনা, কলকাতা, ঢাকা এবং ডিব্রুগড় পৌঁছবে। গঙ্গা বিলাস ক্রুজে মোট ১৮টি ঘর রয়েছে।
ক্রুজে রয়েছে জিম, স্পা সেন্টার, লেকচার হাউস, লাইব্রেরি। শুধু তাই নয়, মোট ৪০ জন ক্রু সদস্যও পরিষেবা দিতে উপস্থিত থাকবেন।
ফাইভ ষ্টার হোটেলের চেয়ে গঙ্গা বিলাস ক্রুজে বেশি সুবিধা পাবেন।
৫১ দিনের এই যাত্রা ভারত ও বাংলাদেশের ২৭টি নদী প্রণালীর মধ্য দিয়ে যাবে।
ঐতিহ্যমণ্ডিত ৫০টিরও বেশি স্থানে যাত্রা হবে। সুন্দরবন ডেল্টা এবং কাজিরাঙা জাতীয় উদ্যান সহ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে দিয়েও ক্রুজ যাবে।
ক্রুজে আমোদ-প্রমোদের সমস্ত ব্যবস্থা আছে। ৩১ জন যাত্রী ক্রুজে উঠতে পারবেন। ৪০ জন ক্রু সদস্য সহ মোট ৭১ জন সওয়ার হতে পারেন।
এরকম আরও স্টোরি চাই?
এরকম আরও স্টোরি চাই?
Read More
১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'গঙ্গা বিলাস ক্রুজ'-এর যাত্রা শুরু হবে। ক্রুজটি ৫১ দিনে ৩,২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। কাশী থেকে যাত্রা শুরু করে এটি পাটনা, কলকাতা, ঢাকা এবং ডিব্রুগড় পৌঁছবে। গঙ্গা বিলাস ক্রুজে মোট ১৮টি ঘর রয়েছে।