15 September 2021
জীবনে কিছু করে দেখানোর জন্য পরিশ্রম করতে হয়। গতিশীল ব্যক্তি সবসময় সফলতা পায়।
ব্যক্তির আত্মবিশ্বাসের ওপরও নির্ভর করে তার অগ্রগতি। বাস্তু দোষ থাকে সেখানে ভালো কিছু বাধা পায়।
বাস্তু অনুযায়ী, কাজের জায়গা সবসময় চৌকো হওয়া উচিত। যদি কাজের জায়গা পরিবর্তন না করা যায় তাহলে যেখানে বসেন সেখানে চৌকো ম্যাট রাখুন।
চৌকো টেবিলেই সবসময় কাজ করুন। যেখানে কাজ করবেন সেই জায়গা সবসময় পরিষ্কার রাখবেন। দোষ কাটাতে নুন দিয়ে মেঝে মুছতে হবে।
কাজের জায়গায় বসার স্থানটি দক্ষিণ-পশ্চিম মুখে বসুন। জায়গা থেকে ওঠার সময় উত্তর বা পূর্বের দিকে মুখ করে উঠুন।
কাজের জায়গায় কুবেরের মূর্তি রাখতে পারেন। অফিস ডেস্কে কনসেন্ট্রেশন রক রাখুন।
প্রমোশন না হলে একটা গ্লোব অবশ্যই রাখুন।
এমন জায়গা বাছুন যার পিছনে দেওয়াল আছে। এমন চেয়ারে বসুন যেটার উচ্চতা বসলে আপনার মাথা ছাড়াবে।