27 AUGUST 2021

লোন নিন LIC থেকে,
দিতে হবে না EMI!

By AajTak Bangla

আপনার যদি এলআইসি পলিসি থাকে, তাহলে আপনি খুব কম সুদে ব্যক্তিগত ঋণ পেতে পারেন। 

আপনার যদি এলআইসি পলিসি থেকে থাকে, তাহলে তার মোট যত পরিমাণ প্রিমিয়াম দেওয়া হয়েছে, তার নিরিখে এলআইসি থেকে ব্যক্তিগত ঋণ নেওয়া যেতে পারে।

LIC পলিসি থেকে ঋণ নেওয়ার সবচেয়ে সুবিধা হল, এ ক্ষেত্রে মাসে মাসে EMI দেওয়ার ঝামেলা নেই! কারণ, পলিসি ম্যাচিওর হওয়া পর আপনার ঋণের টাকা সুদ-সহ কেটে বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া হবে।

১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ভারতীয় নাগরিক কমপক্ষে তিন বছরের প্রিমিয়াম পরিশোধ করার পর LIC পলিসি থেকে ঋণ নিতে পারেন।

১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ভারতীয় নাগরিক কমপক্ষে তিন বছরের প্রিমিয়াম পরিশোধ করার পর LIC পলিসি থেকে ঋণ নিতে পারেন।

১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ভারতীয় নাগরিক কমপক্ষে তিন বছরের প্রিমিয়াম পরিশোধ করার পর LIC পলিসি থেকে ঋণ নিতে পারেন।

১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ভারতীয় নাগরিক কমপক্ষে তিন বছরের প্রিমিয়াম পরিশোধ করার পর LIC পলিসি থেকে ঋণ নিতে পারেন।

LIC পলিসির ‘সারেন্ডার ভ্যালু’র ৯০% পর্যন্ত ঋণ পাওয়া যায়। তবে যদি LIC পলিসিটি পেডআপ হয়, তাহলে তার সারেন্ডার ভ্যালুর ৮৫% পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

এরকম আরও 
স্টোরি চাই?