BY: Aajtak Bangla 



মুকেশ আম্বানির বাড়ির অন্দরসজ্জা কেমন? 

18 JANUARY 2023



মুকেশ আম্বানির কোনো পরিচয়ের প্রয়োজন নেই।



 বৃহস্পতিবার নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে। 



মুকেশ আম্বানির বাড়ি, অ্যান্টিলিয়ার দাম ১৫০০০  কোটি টাকারও বেশি। 

দক্ষিণ মুম্বইয়ের অল্টমাউন্ড রোডে পৃথিবীর অন্যতম দামি বাড়ি ‘অ্যান্টিলিয়া’। চার লক্ষ বর্গফুটের বাড়িটি ২৭ তলা। উচ্চতায় ৫৭০ ফুট। 

অতলান্তিক মহাসাগরের একটি দ্বীপের নামে এই বাড়ির নামকরণ করা হয়েছে। এই বাড়ির অন্দরসজ্জা যে কোনও বিলাসবহুল হোটেলকেও হার মানাবে। 


জিম, বিউটি পার্লার, সুইমিং পুল, পঞ্চাশটি আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ— এ তালিকা দীর্ঘ।

এত বড় বাড়িতে পুরো আম্বানি পরিবারের থাকে। তাদের  রক্ষণাবেক্ষণের জন্য আছেন ৬০০ জন কর্মচারীও।

২০১২ সাল থেকে পাকাপাকি ভাবে  এই বাড়িতে বাস করছেন আম্বানিরা। 

এটিতে রয়েছে তিন তিনটি হেলিপ্যাড, ৫০ জনের বসার মতো থিয়েটার রুম, ১৬৮টি গাড়ি রাখা যায় এমন গ্যারেজ।

তাই বেশি পরিমাণে রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত। 

Diabetes

২০১০ সালে এই বাড়ির গৃহপ্রবেশের পুজো করা হয়। কিন্তু সেখানে তখনই বসবাস করা শুরু করেননি তাঁরা। 

অ্যান্টিলিয়ায় বাস্তু সমস্যা আছে বলে তখনই রায় দেন বিশেষজ্ঞরা। 

ল্যাভেন্ডারের বেদনানাশক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। 

অ্যান্টিলিয়া ছেড়ে তখন নিজেদের পুরনো বাসভবনে ফিরে যায় আম্বানি পরিবার।

 তারপর ২০১১ সালের সেপ্টেম্বরে পাকাপাকি ভাবে অ্যান্টিলিয়ায় বাস শুরু করেন মুকেশ আম্বানি ও তাঁর পরিবার।

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া বিশ্বের সব থেকে দামি বাড়গুলির মধ্যে অন্যতম। ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানির এই বাড়ি অবস্থিত পৃথিবীর অন্যতম দামি এলাকায়। মুম্বইয়ের অল্টামাউন্ট রোডে ন্যূনতম দেড় লাখ টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাট বিক্রি হয়। সেখানে অ্যান্টিলিয়া চার লক্ষ স্কোয়ার ফিটের উপর তৈরি।