BY: Aajtak Bangla 

ঘরে বসেই করুন প্যান কার্ডের সংশোধন

31 January 2022

বর্তমানে অপরিহার্য নথিগুলির মধ্যে একটি হল প্যান কার্ড। এসব নথিতে ভুল থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

প্রায়শই প্যান কার্ডে নামের বানানে ভুল থাকে। কীভাবে ঘরে বসেই প্যান কার্ড আপডেট করা যায় দেখে নিন।

প্রথমে আপনাকে UTIITSL এর অফিসিয়াল সাইটে যেতে হবে। এরপরে প্যান কার্ড পরিবর্তন/সংশোধন অপশনে ক্লিক করুন।

এই অপশনে ক্লিক করলে, PAN ডেটাতে পরিবর্তন/সংশোধনের জন্য আবেদনের পেজটি খুলবে।

দুটি অপশন আপনি পাবেন। প্রথমটি ফিজিক্যাল এবং দ্বিতীয়টি ডিজিটাল ডকুমেন্ট-এর অপশন। আধার ভিত্তিক ই-কেওয়াইসির অপশনটি ঠিক নীচে প্রথম বক্সে আসবে।

ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে আধার ভিত্তিক ই-সাইন ব্যবহার করে পরবর্তী অপশনটি দেবে। এখানে প্যান কার্ড নম্বর দিন। সব তথ্য বিবরণ দিন এবং অর্থপ্রদান করুন। 

মোবাইলে ওটিপি আসবে। এরপর অ্যাপ্লিকেশন ডেটা এবং অন্যান্য বিবরণ দেখে দিন।

এর পর ই-সাইন-এর জন্য আরও একটি OTP আসবে। আধার ভিত্তিক ই-সাইনের মাধ্যমেই আবেদনটি গ্রহণ হবে।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
বর্তমানে অপরিহার্য নথিগুলির মধ্যে একটি হল প্যান কার্ড। এসব নথিতে ভুল থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায়শই প্যান কার্ডে নামের বানানে ভুল থাকে। কীভাবে ঘরে বসেই প্যান কার্ড আপডেট করা যায় দেখে নিন। প্রথমে আপনাকে UTIITSL এর অফিসিয়াল সাইটে যেতে হবে। এরপরে প্যান কার্ড পরিবর্তন/সংশোধন অপশনে ক্লিক করুন।