বাস্তু বা শনির দোষ ময়ূরের পালকেই কাটবে

BY: Aajtak Bangla 

27 September 2021

দেবী সরস্বতী, মা লক্ষ্মী, দেবরাজ ইন্দ্র, কার্তিক ও গণেশ ঠাকুরের সঙ্গেও সম্পর্কিত। সেজন্যই ময়ূরের পালকের মাহাত্ম্য অনেক। 

হিন্দু ধর্মে ময়ূরের পালক গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা থাকে এটি শুধুমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত। 

ময়ূরের পালক নিয়ে একসঙ্গে  নীচের দিকে সাদা সুতো নিয়ে বেঁধে নিন। এবার 'ওম সোমায় নমঃ' মন্ত্র জপ করুন। বাড়ির বাস্তু দোষ কেটে যাবে।

তিনটি ময়ূরের পালক একটি কালো সুতোয় বাঁধুন। একবার একটা সুপারি নিয়ে ২১ বার 'ওম শনৈস্কারায়া নমঃ' মন্ত্রোচ্চারণ করে জল ছিটিয়ে দিন। শনির দোষ কাটবে।

লকারের পাশে ময়ূরের পালক রাখলে, অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি মিলবে। 

ড্রয়িং রুমে ময়ূরের একটি পেইন্টিং রাখুন। এর ফলে বাড়িতে সর্বদা আনন্দ ও সুখ বিরাজ করবে।

ময়ূরের পালক যে কোনও বাস্তু দোষ কাটাতে সাহায্য করে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে কোনও নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, যদি প্রবেশদ্বারে ময়ূরের পালক রাখা হয়।

পুরাণ মতে, বইয়ের মধ্য ময়ূরের পালক রাখলে, এটি ছাত্র- ছাত্রীদের মনোযোগ নিবেশ করতে সাহায্য করে। 

বাস্তু বা শনির দোষ- ময়ূরের পালকেই কাটবে। অনেকে ময়ূরের পালক ঘর সাজাতে ব্যবহার করেন। কেউ আবার শুভ বলে নিজেদের বইয়ের মধ্যে রাখেন। জানেন কি, এছাড়াও অন্য একটু খুব গুরুত্বপূর্ণ কারণে এটি বাড়িতে রাখা ভাল?