13 September 2021
অনেকে সহজে টাকা উপার্জনের জন্য শেয়ার বাজারের কথা ভাবেন। হাজার পাঁচেক টাকা নিয়ে যাত্রা শুরু করে তারা আজ শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা কামিয়েছে। কী করে তাঁরা এই কাজ করতে পেরেছেন, আজ সেই কথাই জানাব।
1. শেয়ার বাজারে কিছু জিনিস মাথায় রেখে লগ্নি করতে হবে। তাহলে অনেক টাকা মিলতে পারে। তবে অনেকে তাড়াতাড়ি টাকা উপার্জন করতে গিয়ে বেশি ঝুঁকি নিয়ে নেন, ভুল করে ফেলেন।
২. তবে এটাও ঠিক যে শেয়ার বাজারে ৯০ শতাংশের বেশি রিটেলার টাকা কামাতে পারেন না। তবে ভাল কথা হল ১০ শতাংশ টাকা কামাতে পারেন।
৩. ডিজিটাল যুগে আপনি বাড়িতে বসেও এ ব্য়াপারে জানতে পারবেন।
৪. ছোট লগ্নি নিয়ে শুরু করুন। এমন নয় যে শেয়ার বাজারে বড়সড় বিনিযোগ করতে হবে। অনেকেই এই ভুল করেন।
৫. বড় কোম্পানিকে বাছুন। প্রথম দিকে বড় কোম্পানিতে টাকা ঢালাই নিরাপদ বলা যেতে পারে।
৬. সস্তা স্টক থেকে দূরে থাকুন। রিটেল বিনিয়োগকারী হামেশাই সস্তা স্টকে বিনিয়োগের দিকে ঝোঁকে। তবে এটা ভুল। কোম্পানির গ্রোথ দেখে স্টক বাছতে হবে।
৭. বিনিয়োগ করার গুরুত্ব। আপনি অল্প অল্প টাকা বিনিয়োগ করলে, প্রতি মাসেই তা বাড়াতে পারবেন। নিজের পোর্টফোলিওকে ভারসাম্যে রাখুন।