BY: Aajtak Bangla 





ভারতের সবচেয়ে সস্তার  ৫ ইলেক্ট্রিক গাড়ি


24 JANUARY 2023



দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে মানুষ বৈদ্যুতিক গাড়ি পছন্দ করতে শুরু করেছে। 



 বৃহস্পতিবার নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে। 



সরকার  EV Vehicles বিভিন্ন ধরনের ভর্তুকিও দিচ্ছে।

আপনিও যদি বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভাবেন তাহলে জেনে নিন সস্তায় ইলেকট্রিক কার সম্পর্কে।

মন্দিরে দেবতাদের বাতাস দেওয়ার জন্য ময়ূরের পালক ব্যবহার করা হয়।

ভারতে বৈদ্যুতিক গাড়ির বর্তমান অপশনগুলির মধ্যে সবচেয়ে সস্তা গাড়ি হল PMV Electric এর PMV EaSE।

এটি ২ সিটের মাইক্রো ইলেকট্রিক গাড়ি। যার  প্রারম্ভিক মূল্য ৪.৭৯ লক্ষ টাকা।

এতে  বাড়িতে ইতিবাচক শক্তি আসে না বলে বিশ্বাস করা হয়।

Storm R3 বৈদ্যুতিক গাড়ি হল সেগমেন্টের দ্বিতীয় সর্বনিম্ন-মূল্যের ২-সিটার বৈদ্যুতিক গাড়ি।

এতে  বাড়িতে ইতিবাচক শক্তি আসে না বলে বিশ্বাস করা হয়।

 রিপোর্ট অনুযায়ী, ৪.৫ লক্ষ টাকা মূল্যে এটি বাজারে লঞ্চ করা হবে।

Tata Motors খুব শীঘ্রই Nano-কে  বৈদ্যুতিক অবতারে লঞ্চ করতে পারে।

রিপোর্ট অনুযায়ী, টাটা ন্যানোর  প্রাথমিক দাম ৫ লক্ষ টাকা হতে পারে।

Tata Tiago EV হল সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ির চতুর্থ অপশন। 

Tata Tiago EV-এর দাম শুরু হচ্ছে ৮.৪৯  লক্ষ টাকা থেকে৷

Mahindra E  Verito মাহিন্দ্রার প্রথম ইলেক্ট্রিক গাড়ি যা একটি সেডান। 

এই গাড়ির দাম  ১০.১৬ লক্ষ থেকে ১০.৪৯ লক্ষ টাকার মধ্যে।

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে মানুষ বৈদ্যুতিক গাড়ি পছন্দ করতে শুরু করেছে। সরকার EV Vehicles বিভিন্ন ধরনের ভর্তুকিও দিচ্ছে। আপনিও যদি বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভাবেন তাহলে জেনে নিন সস্তায় ইলেকট্রিক কার সম্পর্কে।