BY: Aajtak Bangla 

দেশের দ্রুততম ট্রেনে NJP, কেমন সফর?

28 DECEMBER 2022

৩০ ডিসেম্বর বাংলায় যাত্রা শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের।

ওই দিনই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির রেলপথের দূরত্ব ৫৫৬ কিলোমিটার।

শতাব্দী এক্সপ্রেসে এই একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ৮ ঘণ্টা ২০ মিনিট।

বন্দে ভারত সেই দূরত্ব কমিয়ে আনবে আরও ৫০ মিনিট। অর্থাত্‍ ৭ ঘণ্টা কিছু বেশি সময়।

আপ ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে। 

নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২০ মিনিটে।

ডাউন ২২৩০২ বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে দুপুর ২টো ৫০ মিনিটে। 

সেই ট্রেন হাওড়ায় আসবে রাত ১০টা ২০ মিনিটে।

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Vande bharat express howrah to njp: ৩০ ডিসেম্বর বাংলায় যাত্রা শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের। ওই দিনই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।