30 September 2021
আপনার ড্রয়িং রুমে যদি প্রচুর পরিমাণে আসবাবপত্রে ঠাসা থাকে, যেমন সোফা সেট,টেবিল, তাহলে সাবধান হন! হতে পারে সেই জায়গায় নেগেটিভ এনার্জি রয়েছে।
1. আপনার বাড়ির পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে ফার্নিচারের দিক নির্ণয় করতে হবে। আসবাবপত্র কেনার সময়ে মাথায় রাখবেন।
2. বট কিংবা অশ্বত্থ গাছের কাঠ থেকে তৈরি ফার্নিচার বাড়ির জন্য ভাল না।
3. অশোক, শাল , অর্জুন, শিশু, নিম গাছের কাঠ থেকে বাড়ির আসবাবপত্র তৈরি করুন।
4. ফার্নিচারগুলি বাড়িতে এমন জায়গায় রাখুন যাতে উত্তর বা পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে সেগুলি বেশি থাকে।
5. যারা বাড়ি বানাবেন, প্রথম নকশার সময়ই খেয়াল রাখবেন, প্রতিটি ডিজাইন যেন ভেবে চিন্তে আঁকা হয়। তাহলেই বাড়িতে কোনও বাস্তু দোষ থাকবে না।
6. ডাইনিং টেবিল অবশ্যই চৌকো আকৃতির কিনবেন। গোলাকার টেবিল বাড়ির জন্য ভাল না।
7. বাস্তু টিপসগুলি মেনে চলুন। তাহলে অবশ্যই পরিবারে বজায় থাকবে সুখ-শান্তি- সমৃদ্ধি।