অপরাধের জন্য জেলের ভাত খেয়েছেন এই ক্রিকেটাররা

BY: Aajtak Bangla 

23 October 2021

ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজোত সিং সিধুও অতীতে ছিলেন জেলে। সিধুর ওপর ছিল খুনের মামলা।

২০০৩ সালে অজি প্রাক্তন স্পিনার গিয়েছিলেন জেলে। মাঠের বাইরে রঙিন মেজাজের জন্য জনপ্রিয় শেন ওয়ার্ন।

এক ট্রাফিক পুলিশিরে সঙ্গে ঝামেলায় জড়িয়ে জেল হয়েছিল পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলের।

দক্ষিণ আফ্রিকার মাখায়া অ্যান্টিনিও ১৯৯৮ সালে ধর্ষণের মামলায় অভিযুক্ত হয়ে জেলে ছিলেন।

ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকস ইতিমধ্যেই নিজের খারাপ ব্যবহারের জন্য জেলে গিয়েছেন। তিনি রাত কাটিয়েছেন জেলে।

২০১৫ সালে বাড়ির কাজের মহিলাকে মারধোর করার অভিযোগে জেলে গিয়েছিলেন সচিন সতীর্থ বিনোদ কাম্বলি।

ম্যাচ ফিক্সিংয়ের জন্য পাকিস্তানের তিন ক্রিকেটারও জেল থেকে ঘুরে এসেছেন। গিয়েছেন মহম্মদ আসিফ, সলমন বাট ও মহম্মদ আমির।

ভারতীয় স্পিনার অমিত মিশ্রও কাটিয়েছেন জেলে। তাঁর বান্ধবীই তাঁকে এক বিষয় ফাঁসিয়েছিলেন।

কিছুদিন আগেই জেলে কাটিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তবে সঙ্গে সঙ্গেই তাঁকে জামিন দেওয়া হয়।

জেলের হাওয়া খাওয়া হয়ে গিয়েছে এই ক্রিকেটারদের

জেলের হাওয়া খাওয়া হয়ে গিয়েছে এই ক্রিকেটারদের। ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজোত সিং সিধুও অতীতে ছিলেন জেলে। সিধুর ওপর ছিল খুনের মামলা।