BY: Aajtak Bangla
নেটপাড়ায় হিট হাসিন জাহান! ভাইরাল রিলস
25 AUGUST 2022
সংবাদের শিরোনামে থাকেন হাসিন জাহান। বিশেষত নেটিপাড়ায় তাঁর দারুণ জনপ্রিয়তা।
নিয়মিত একের পর এক রিলস ভাইরাল হয় ভারতীয় দলের পেসার- মহম্মদ শামির স্ত্রী হাসিনের।
তাঁর ফ্যানেদের সংখ্যাও নেহাত কম নয়। সেই প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই।
হাসিনের শেয়ার করা একাধিক রিলসে তাঁর সঙ্গে দেখা যায় মেয়েকেও।
সম্প্রতি ইন্সটাগ্রাম একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "আমি নায়িকা..."।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি 'রিয়্যালিটি শো'। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে।
স্বাধীনতা দিবসে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের নাম পরিবর্তন করার আবেদন জানান হাসিন।
হাসিন জাহান একজন মডেল -অভিনেত্রী। মহম্মদ শামির সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৪ সালে।
তবে বিয়ের বছর চারেক পরে ২০১৮ সালে, শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, হেনস্থার মতো একাধিক অভিযোগ আনেন হাসিন।
ভিডিওটি সামনে আসতেই সেখানে কমেন্টের বন্যা বইছে 'গাঁটছড়া' ফ্যানেদের।
হাসিন- শামির বিয়ে নিয়ে মামলা চললেও, এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি তাঁদের।
এরকম আরও
স্টোরি চাই?
Read More
সংবাদের শিরোনামে থাকেন হাসিন জাহান। বিশেষত নেটিপাড়ায় তাঁর দারুণ জনপ্রিয়তা। নিয়মিত একের পর এক রিলস ভাইরাল হয় ভারতীয় দলের পেসার- মহম্মদ শামির স্ত্রী হাসিনের।
Related Stories
চর্চায় এবার কর্নেল সোফিয়া কুরেশির যমজ বোন শায়না, হয়েছিলেন মিস আর্থ
পাকিস্তানের কাছে কতগুলি পরমাণু অস্ত্র আছে?
এই গাছ থেকে লাল রক্ত বেরোয়, উত্তরবঙ্গে রয়েছে
মন খুলে হাসুন দেখি, তারজন্য JOKES পড়ুন