ডুবেছে শহর, কলকাতার 'জলছবি'

BY: Aajtak Bangla 

21 September 2021

সোমবারও সারা দিনই হয়েছে বৃষ্টি। জলমগ্ন শহরের বিভিন্ন প্রান্ত

বৃষ্টি একটু কমলেও কয়েকটি এলাকা থেকে এখনও নামেনি জল

উত্তর কলকাতার বিভিন্ন অলিগলি জলের তলায়

আজ বৃষ্টি বেশি হলে জমা জলে কলকাতাবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে

কাঁকুরগাছি এবং পাতিপুকুর আন্ডারপাসে জল জমে থাকায় যানচলাচলে সমস্যা

উত্তর এবং মধ্য কলকাতার কিছু এলাকায় এখনও জল নামেনি

কলকাতার একাধিক জায়গায় ১০০ মিমির বেশি বৃষ্টি হয়েছে

প্রবল বর্ষণে জল জমেছে কলকাতা ও শহরতলির নিচু জায়গাগুলিতে

বাসিন্দাদের বৃষ্টির জমা পেরিয়েই বেরোতে হচ্ছে রাস্তায়।

বৃষ্টির জেরে সকাল থেকেই তাপমাত্রাও রয়েছে কম

বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা

জলযন্ত্রণার সাক্ষী মঙ্গলবারও হচ্ছেন কলকাতাবাসী। এর মধ্যে বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হবে।

কলকাতার একাধিক জায়গায় ১০০ মিমির বেশি বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে জল জমেছে কলকাতা ও শহরতলির নিচু জায়গাগুলিতে। বাসিন্দাদের বৃষ্টির জমা পেরিয়েই বেরোতে হচ্ছে রাস্তায়।