BY: Aajtak Bangla 

দেশের প্রথম 'স্বকাম' বিয়ে, হানিমুনে কোথায়?

09 June 2022

নিজের সঙ্গে নিজের বিয়ে সারলেন বছর ২৪-এর ক্ষমা বিন্দু। বিয়ের দিন ঠিক ছিল ১১ জুন। তবে তার আগেই বুধবার সারেন বিয়ে।

গুজরাতের ক্ষমা জানান, তাদের বাড়িতে কেউ এসে বিবাদ সৃষ্টি করবে বলে আশঙ্কা থাকায় নির্ধারিত সময়ের আগেই বিয়ে করে নেন।

বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর বিশেষ বন্ধুরা।

বিয়ের মেহেন্দি, গায়ে হলুদের  সব অনুষ্ঠানই করেন তিনি। ক্ষমা অগ্নিসাক্ষী করে সাত পাক ঘুরে আচার-অনুষ্ঠানে বিয়ে করেন। 

বিয়েতে ছিল না বর, পুরোহিত কেউই। 

এক প্রাইভেট ফার্মে কাজ করেন ক্ষমা। 

নিজেকে বিয়ে করা নিজের প্রতি একটি অঙ্গীকার, নিঃশর্ত প্রেমে থাকা, বলে তিনি জানিয়েছিলেন।

বিয়েতে ক্ষমা বিন্দুর পরনে ছিল লাল শাড়ি, হাতে মেহেদি আর সিঁথিতে সিঁদুর। ডিজিটাল পদ্ধতিতে এই বিয়ে সম্পন্ন হয়।

এবার তিনি হানিমুনে গোয়া যাবেন বলে স্থির করেন। 

ভাদোদরায় জন্মগ্রহণ করেন ক্ষমা বিন্দু, বিয়ের আগে 'সোলোগামি' নিয়ে জানতে পারেন। তারপরই এই সিদ্ধান্ত।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Sologamy Marriage: নিজের সঙ্গে নিজের বিয়ে সারলেন বছর ২৪-এর ক্ষমা বিন্দু। বিয়ের দিন ঠিক ছিল ১১ জুন। তবে তার আগেই বুধবার সারেন বিয়ে। গুজরাতের ক্ষমা জানান, তাদের বাড়িতে কেউ এসে বিবাদ সৃষ্টি করবে বলে আশঙ্কা থাকায় নির্ধারিত সময়ের আগেই বিয়ে করে নেন। বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর বিশেষ বন্ধুরা।