BY: Aajtak Bangla 

মুখের অর্ধেক অংশে অবশ, অসুস্থ গায়ক জাস্টিন বিবার

12 June 2022

হলিউডের জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের গানের ভক্ত অনেকেই। তবে তাঁর অনুরাগীদের জন্য এল খারাপ খবর।

জাস্টিন বিবারের মুখের অর্ধেক অংশ প্যারালাইসিসের শিকার।

যে কারণে বাতিল হয়েছে তাঁর একাধিক কনসার্ট।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছেন বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

যে কারণে তাঁর মুখের অর্ধেক অবশ হয়ে গেছে এবং তিনি চোখও ঠিকমতো খুলতে পারছে না।

জাস্টিন বিবার ভিডিওটি শেয়ার করে বলেছেন, 'আমার এই রোগটি একটি ভাইরাসের কারণে হয়েছে, যা আমার কাজ এবং আমার মুখের স্নায়ুতে আক্রমণ করছে। এ কারণে আমার মুখের একপাশে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।'

চোখের পলক পড়ছে না। এমনকি হাসতেও পারছেন না তিনি। এমনকি নড়ছে না নাকও।

জাস্টিন বিবার যে রোগে আক্রান্ত হয়েছেন তার নাম রামসে হান্ট সিনড্রোম।

রামসে হান্ট সিন্ড্রোম দেখা দেয় যখন দাদ বা ফুসকুড়ি কানের কাছে মুখের স্নায়ুকে প্রভাবিত করে। হারপিস জোস্টার ওটিকাস নামক ভাইরাসের কারণে এই অবস্থা হয়।

রামসে হান্ট সিনড্রোমের লক্ষণগুলি হল দাদ বা কানের কাছে ফুসকুড়ি বা মুখের চারপাশে পক্ষাঘাত।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Justin Bieber Ramsay hunt Syndrome: হলিউডের জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের গানের ভক্ত অনেকেই। তবে তাঁর অনুরাগীদের জন্য এল খারাপ খবর। জাস্টিন বিবারের মুখের অর্ধেক অংশ প্যারালাইসিসের শিকার। যে কারণে বাতিল হয়েছে তাঁর একাধিক কনসার্ট।