খুলেছে আলিপুর চিড়িয়াখানা, কেমন আছে বাঘ-সিংরা?

BY: Aajtak Bangla 

17 September 2021

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর, প্রায় ৬ মাস পর খুলল আলিপুর চিড়িয়াখানা।

অনলাইন ও অফলাইন দু’ভাবেই কাটা যাচ্ছে টিকিট।

ফেন্সিংয়ের ফাঁক দিয়ে দেখা যাবে রয়্যাল বেঙ্গল টাইগার 

চিড়িয়াখানার গেটে টানেল বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল।

প্রতিদিন সকাল ৯টায় খুলছে চিড়িয়াখানার গেট।

সূত্রের খবর, বুধবার চিড়িয়াখানা খুলতেই ১২০০-র বেশি দর্শক ছিলেন।

করোনার জেরে, ৬ মাসের বেশি সময় ধরে এসবের স্বাদ থেকে বঞ্চিত ছিল কলকাতাবাসী। 

দর্শকদের জন্য বন্ধ ছিল আলিপুর চিড়িয়াখানা। প্রথম দিন ভালই দর্শক হয়েছে।

খুলে গিয়েছে আলিপুর চিড়িয়াখানা। রয়েছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক। প্রতিদিন সকাল ৯টায় খুলছে চিড়িয়াখানার গেট।