10 OCTOBER 2021
Air India প্রায় ৬৮ বছর পর ফের একবার টাটাদের হাতে। টাটা সন্স সবচেয়ে বেশি দর হেঁকেছিল।
এরপরেই ট্যুইটারে রতন টাটা লেখেন, ”পুনরায় স্বাগত এয়ার ইন্ডিয়া।”
রতন টাটার জন্ম ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর সুরাতে। বিজনেস ওয়ার্ল্ডে তিনি প্রচুর নাম কামিয়েছেন।
রতন টাটা তাঁর সাধারণ জীবনযাপনের জন্য সবসময় চর্চায় থাকেন। তিনি নিজের জীবন নিয়েও একাধিকবার মুখ খুলেছেন।
রতন টাটা উচ্চশিক্ষার জন্য আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি গিয়েছিলেন। এরপর তিনি লস অ্যাঞ্জেলসে চাকরি করেন। যেখান তাঁর প্রেমপর্বের শুরু।
তিনি বলেছিলেন, "সেটা খুব ভাল সময় ছিল, মরসুম খুব সুন্দর ছিল, আমার কাছে নিজের গাড়ি ছিল, আর আমি আমার কাজকেও খুব ভালবাসতাম।"
টাটা বলেন, "আমি প্রেমে পড়েছিলাম, আর আমাদের বিয়েরও কথা ছিল, কিন্তু ঠাকুমা অসুস্থ হওয়ায় দেশে ফিরতে হয়েছিল।"
টাটা আরও বলেন, "আমি ঠাকুমার সঙ্গে দেখা করতে দেশে আসি, ভেবেছিলাম যাকে বিয়ে করতে চাইছি, সেও আমার সাথে ভারতে আসবে।"
এরপরে টাটা জানান, "১৯৬২ সালের ভারত চিন যুদ্ধের কারণে প্রেমিকার বাবা-মা এই বিয়েতে রাজি ছিলেন না, তাই সম্পর্ক ভেঙে যায়।"
টাটা মনে করেন, সারাজীবন অবিবাহিত থাকা তাঁর সঠিক সিদ্ধান্ত, কারণ তিনি বিয়ে করলে পরস্থিতি জটিল হতে পারতো।
তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি যাকে ভালবাসতেন, সে কি শহরেই আছেন, তাতে উত্তর হ্যাঁ হলেও বাকিটা বলতে চাননি টাটা।
রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০০০ সালে তাঁকে পদ্মভূষণ এবং ২০০৮ সালে পদ্মবিভূষণে সম্মানিত করা হয়েছিল।